সোনাগাজী উপজেলায় বিভিন্ন ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও অনুদান প্রদান করেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী। শনিবার ও বরিবার সন্ধ্যায় মঙ্গলকান্দি ইউনিয়নের দেয়ানজি বাড়ি দূর্গা মন্দির উদ্বোধন, চরমজলিশপুর জয়কালী দূর্গা মন্দির, চরদরবেশ ইউনিয়নে উত্তর চরসাহাভিকারী শ্রী শ্রী জয় কালী মন্দির, দক্ষিণ পূর্ব চরসাহাভিকারী জগন্নাথ মন্দির, মতিগঞ্জ দূর্গা পূজা মন্ডপ, পৌরসভার রাধাকৃষ্ণ মন্দির শ্রী শ্রী সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, দূর্গা পূজা মন্ডপ আমিরাবাদ ইউনিয়নে চরসোনাপুর শ্রী শ্রী বিষ্ণু ও দূর্গা মন্দির পরিদর্শন করেন ও অনুদান প্রদান করেন। বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী নির্বাহী অফিসার কামরুল হাসান, মডেল থানার অফিসার ইনচার্জ হাসান ইমাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনিক চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওতুল হক বিটু, মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল, চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান আজিজুল হক হিরণ, চরমজলিশপুর ইউপি চেয়ারম্যান এম এ হোসেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মৃধা, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক জাহিদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর বাবু, সাধারণ সম্পাদক রুপম শর্মা। এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্যবৃন্দ সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও জাতীয় পার্টি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। মাসুদ চৌধুরী এমপি বলেন, বাংলাদেশ সাম্প্রদায?িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। ধর্ম যার যার উৎসব সবার এই মন্ত্রে উজ্জীবিত হয়ে সকলকে একত্রিত হয়ে উৎসব পালন ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থী নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলকে আহ্বান জানান।