রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
সুনামগঞ্জের ধোপাজান নদীতে বালিপাথর লুটতরাজ বন্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ কেশবপুরে বিশ্ব শিশু দিবস পালন ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন শ্রীপুরে আদালতের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বাড়ি নির্মাণের অভিযোগ ভালুকায় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ঈশ্বরগঞ্জে স্কুলছাত্র রাব্বি হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এক রাতে ৯ গরু চুরি ভুক্তভোগী খামারীদের আহাজারী কলমাকান্দায় দশম গ্রেডের দাবীতে শিক্ষকদের মানববন্ধন নেত্রকোণা পৌরসভার সড়কে খানাখন্দ দুর্ভোগে পথচারীরা ত্রিশালে শহীদ ও আহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান লামায় চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

সানন্দবাড়ি কলেজের পক্ষ থেকে ইউএনও কামরুন্নাহার শেফাকে বিদায় সংবর্ধনা

দেওয়ানগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

দেওয়ানগঞ্জ উপজেলাধীন উত্তরাঞ্চলের ঐতিহ্য বাহি সানন্দবাড়ী কলেজের পক্ষ থেকে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কামরুন্নাহার শেফা মহোদয়কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাস হল রুমে বিদায় ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নাজিম উদ্দীন এর সঞ্চালনায় ও সানন্দবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সানন্দবাড়ী ডিগ্রী কলেজ এর গভর্নিংবডি সভাপতি ও বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম জিয়া, সানন্দবাড়ী কলেজ এর সাবেক উপাধ্যক্ষ লুৎফর রহমান। বক্তব্য রাখেন সানন্দবাড়ী কলেজের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন আকন্দ, সহকারী অধ্যাপক নুর উদ্দিন, চরআমখাওয়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আ: কাদের, মিতালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শহিদুর রহমান , প্রভাষক জান্নাতুল ফেরদৌস, ইউপি সদস্য বাবুল আক্তার, কলেজ ছাত্রী রশিদা আক্তার খুশি, কলেজ ছাত্র সাব্বির হোসেন প্রমূখ। বিদায়ী ইউএনও এর হাতে উপহার তুলে দেন সাবেক উপাধ্যক্ষ লুৎফর রহমান সহ সকল প্রভাষক ও ছাত্র ছাত্রী বৃন্দ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউএনও কামরুন্নাহার শেফাকে সময়কালে সরকারের নির্দেশনা পালনে ছিলেন একজন নিষ্ঠাবান ও কর্তব্যপরায়ণ। সরকারের নির্দেশনার পাশাপাশি তিনি সামাজিক বিভিন্ন কাজ করেছেন। যার জন্য উপজেলাবাসী তথা আমরা শিক্ষকরাও তাকে স্মরণ রাখবো। বিদায়ী ইউএনও কামরুন্নাহার শেফা বলেন, ‘আমি কোনো উপহার বা সংবর্ধনায় বিশ্বাসী নই। আমি আমার কাজকে নিজের দায়িত্ব ও কর্তব্য মনে করি। মাননীয় প্রধানমন্ত্রী তাঁর উন্নয়নের কাজকে বাস্তবায়নের জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি তা পালন করছি মাত্র।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com