শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম ::

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনিদের পক্ষে সমাবেশে গুলি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

যুক্তরাষ্ট্রের শিকাগোর উত্তর শহরতলীতে ফিলিস্তিনিদের পক্ষে করা একটি সমাবেশে পিপার স্প্রে করা হয়েছে। সেইসাথে শূন্যে গুলিও চালানো হয়েছে। এর পার্শ্ববর্তী স্থানে ইসরাইলের প্রতি সমর্থন জানিয়ে একটি কর্মসূচি চলছিল। ২০০ জনের মতো ফিলিস্তিনপন্থী প্রতিবাদকারীর এ সমাবেশে গাড়িতে করে আসেন এক ব্যক্তি। তিনি এ সময় গুলি চালান। পরে অবশ্য পুলিশ তাকে হেফাজতে নেয়।
একজন প্রত্যক্ষদর্শী শিকাগো সান-টাইমসকে জানান, ওই ব্যক্তি যে গাড়িতে করে আসেন তা ইসরাইলি পতাকায় ঢাকা ছিল। ইসরাইলি পতাকা গায়ে জড়ানো অপর এক ব্যক্তি ফিলিস্তিনপন্থীদের ওপর পিপার স্প্রে নিক্ষেপ করে। পুলিশ তাকেও আটক করে। তবে ওই স্প্রেতে কেউ মারাত্মকভাবে আহত হয়নি।
এদিকে, রাষ্ট্রের অ্যাটর্নি অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘নজরদারি ভিডিও সাক্ষীর বক্তব্য এবং সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে জানতে পেরেছি, ওই ব্যক্তিরা আক্রমণের শিকার হওয়ার পর আত্মরক্ষার চেষ্টা চালিয়েছিল।’
প্রয়োজনীয় ত্রাণ পাচ্ছে না গাজাবাসী: জাতিসঙ্ঘ বলেছে, গত শনিবার থেকে গাজায় মাত্র ৫৪ ট্রাক ত্রাণ পৌঁছেছে। তবে তা প্রয়োজনের তুলনায় নিতান্তই নগণ্য। জাতিসঙ্ঘের ফিলিস্তিনি উদ্বাস্তু ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ’র জনসংযোগ বিভাগের প্রধান তামারা আলরিফাই এটাকে ‘সমুদ্রের এক ফোঁটা পানি’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, গাজার জন্য খুবই জরুরি জ্বালানি তেল আসেনি। চাল-ডাল পাঠানো হয়েছে কিন্তু সেগুলো রান্নার ব্যবস্থা নেই। কারণ রান্নার জন্য প্রয়োজনীয় পানি-গ্যাস নেই।
সূত্র : আলজাজিরা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com