বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম ::
ভিসা পেমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৪ পেল ইসলামী ব্যাংক ৩টি ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বাকিলা বাজার উপশাখা উদ্বোধন ভোলা-২ আসনের সাবেক এমপি আলী আজম মুকুল গ্রেফতার:এলাকায় আনন্দ মিছিল টাইটানস্ স্পোর্টিং ক্লাব আয়োজিত আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন ব্যারিস্টার মারুফ ইব্রাহীম আকাশ রিউমার স্ক্যানারের প্রতিবেদন: আওয়ামী লীগের অপতথ্যের ছড়াছড়ি পৃথিবী বাঁচাতে নতুন সভ্যতা গড়ার ডাক প্রধান উপদেষ্টার জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান নিয়ম ভেঙে প্রেমিকের সঙ্গে হোটেলে রাত্রিবাস মিস ইউনিভার্সের মঞ্চ থেকে বিতাড়িত সুন্দরী বাবার ফ্যাসিবাদী আদর্শে মেয়েল শাসনের কারণে মুজিবের ছবি সরানো হয়েছে : মাহফুজ আলম

নয়া দিগন্ত সত্যের পক্ষে যুদ্ধ করে টিকে আছে : ড. মঈন খান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

দৈনিক নয়া দিগন্ত সত্যের পক্ষে যুদ্ধ করে টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। গতকাল বুধবার নয়া দিগন্তের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
মঈন খান বলেন, ‘নয়া দিগন্ত দুই দশক আগে যে আদর্শ ও উদ্দেশ্য নিয়ে এসেছিল, আমি বিশ্বাস করি, তারা বাংলাদেশের গণমাধ্যমে যে নতুন দিগন্তের সূচনা করেছিল, যে প্রতিজ্ঞা তারা করেছিল সেটা তারা পূরণ করেছে। তিনি বলেন, আজকের পত্রিকায় নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন লিখেছেন ‘সত্যের সাথে প্রতিদিন’। এটি অত্যন্ত কঠিন কথা। যদিও লিখতে সহজ, আজকে বাংলাদেশের গণমাধ্যমের কাছে অত্যন্ত কঠিন কথা। নয়া দিগন্ত শুধু সত্যের সাথে প্রতিদিন নয়, তারা সত্যের পক্ষে যুদ্ধ করে টিকে আছে।
তিনি আরো বলেন, বয়সের যে টিনএজ আছে, আজকের পর আর নয়া দিগন্ত বলতে পারবে না তারা টিনএজ। টিনএজের পরে যে অ্যাডাল্ট হয়, আজ থেকে নয়া দিগন্ত দায়িত্ব ভার সেটি পেয়েছে।
মঈন খান বলেন, আমরা গত এক বছর ধরে যে আন্দোলন করছি, তা গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক। আমাদের অনেকে এই কারণে প্রশংসা করে, বিদেশীরা বলে তোমরা অনেক ঠা-া মাথায় আন্দোলন করে যাচ্ছ।
মানুষের ভালোবাসার উদ্ধৃতি নিয়ে মঈন খান বলেন, আমরা বিএনপিতে এমন কোনো শিক্ষা পাইনি, এক কথায় বলি, লগি-বৈঠার রাজনীতি করার শিক্ষা দেয়নি। এখানে নৈতিকতার একটা বিষয় আছে, আমরা বিএনপি ক্ষমতায় আসার জন্যে আন্দোলন করছি না। আমরা এই সংগ্রাম করছি ক্ষমতায় যাওয়ার জন্য নয়। আর ক্ষমতায় যাওয়ার কনসেপ্টটা অন্তত আমি বিশ্বাস করি না।
লেবার পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীকের দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন রেখে তিনি বলেন, স্বাধীনতার সংগ্রামে লাখ লাখ মানুষ জীবন দিয়ে কবরে শায়িত আছেন। তারা যদি প্রশ্ন করেন, আজকে এই বাংলাদেশের জন্য কি আমরা স্বাধীন করেছিলাম? আমরা এর কী উত্তর দিবো?
কোনো সংগ্রামই সহজ নয়, পৃথিবীতে লক্ষ করে দেখুন, কোনো কিছু সহজে হয়নি জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক অনুসরণ করে আমরা গণতন্ত্র ফিরে আনব। এই প্রত্যাশা ব্যক্ত করি। আমাদের সংগ্রামে নয়া দিগন্তকে পাশে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই সিনিয়র নেতা। এছাড়া উপস্থিত আছেন দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান শিব্বির মাহমুদ, মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহম্মদ ইবরাহিম, মাহমুদুর রহমান মান্না, এনবিআরের সাবেক চেয়ারম্যান ও লেখক ড. মোহাম্মদ আবদুল মজিদ; সাবেক জজ, সংবিধান, রাজনীতি ও অর্থনীতি বিশ্লেষক ইকতেদার আহমেদ; বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, দৈনিক নয়া দিগন্তের বার্তা সম্পাদক বাকের হোসেইন। আরো উপস্থিত আছেন দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান শিব্বির মাহমুদের মেয়ে ব্যারিস্টার সাবরিন তাবাসসুম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com