বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিশ্বকাপ ম্যাচে শ্রীলঙ্কার কাছে শোচনীয় পরাজয় বরণ করেছে জোস বাটলারদে ইংল্যান্ড দল। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ১৫৬ রানে গুটিয়ে যায়। জবাবে শ্রীলঙ্কা ১৫৭ রানের টার্গেট পূরণ করে ২৫.৪ ওভারে। এই ম্যাচটি ৮ উইকেটে জিতে নেয় শ্রীলঙ্কা। এই বড় হারের পর ইংল্যান্ড দল এখন ২০২৩ বিশ্বকাপের পয়েন্ট টেবিলের তলানিতে চলে গেছে। এমন অবস্থায় জোস বাটলারদের সেমিফাইনালে যাওয়া খুবই কঠিন মনে হচ্ছে। এই পরাজয়ের পর ইংল্যান্ড দলের হতাশার ছবিটা দেখা গেছে। লজ্জাজনক হারের পর দলের অধিনায়ক জোস বাটলার পরাজয়ের দায় চাপিয়ে দেন দলের খেলোয়াড়দের ওপর। পরাজয়ের জন্য এই ৭ খেলোয়াড়কে দায়ী করলেন জোস বাটলার- বেঙ্গালুরুতে বিব্রতকর পরাজয়ের পর ইংল্যান্ডের অধিনায়ক জোস বাটলার পরাজয়ের জন্য দলের সিনিয়র খেলোয়াড়দের দায়ী করেছেন। ম্যাচ-পরবর্তী উপস্থাপনায় বক্তব্য রাখতে গিয়ে ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘এটা অবিশ্বাস্যভাবে কঠিন ছিল। একজন অধিনায়ক হিসেবে আপনি এটা অনেক বেশি অনুভব করেন – নিজের এবং আপনার খেলোয়াড়দের নিয়ে হতাশ যে আমরা আমাদের সেরাটা দেখাতে পারিনি।’
জো রুট, লিভিংস্টোন, মইন আলি, ক্রিস ওকস, উইলি, আদিল রশিদ, মার্ক উডসহ দলের সিনিয়র খেলোয়াড়দের নাম নিয়েছেন জোস বাটলার। সকলের নাম নিয়ে বাটলার বলেছেন, তাদের কেউই ভালো পারফর্ম করতে পারেনি। জোস বাটলার বলেছেন, ‘আমরা আমাদের সেরা থেকে অনেক কম খেলেছি। রুমে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে। আপনি রাতারাতি খারাপ দলে পরিণত হতে পারেন না। এটা একটা হতাশা। আমরা এখন পর্যন্ত আমাদের সেরা থেকে কম ছিলাম। এটার কোনো বিশেষ কারণ নেই। এর দিকে আঙুল দিতে পারছি না। নির্বাচন এমন কিছু যা আপনি সামঞ্জস্যপূর্ণ হতে চান। নির্বাচন আমাদের সমস্যা ছিল না।’ ইংল্যান্ডের অধিনায়ক জোস বাটলার বলেছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে আমার পরাজয়ের পর তার দলকে রক্ষা করতে গিয়ে বলেছেন, ‘আমাদের দল খারাপ না কিন্তু আমরা সঠিক পারফরম্যান্স দিতে পারছি না। আমরা স্বয়ংক্রিয়ভাবে যে ধরনের দাখিল করি তা কেবল জয় এবং পরাজয়ের প্রশ্ন নয়, এটি একটি প্রশ্ন কেন আমরা আমাদের খেলার স্টাইল দিয়ে সফল হতে পারছি না।’
জোস বাটলার আরো বলেন, ‘আমরা আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী পারফর্ম করতে পারিনি। প্রচুর ডিসমিসাল- রুট রান আউট- আপনি আমাদের থেকে এই ধরনের ভুল দেখেন না। পার্টনারশিপ নির্মাণ করা হয়েছে। ব্যাট ও বল দুটি দিয়েই মৌলিক জিনিসগুলো ভালোভাবে করা হচ্ছে না। সবচেয়ে বড় কথা ব্যক্তিগত পারফরমেন্স। আমরা নিজেদের জন্য মান সেট করি। বাকি ম্যাচগুলোতে আমরা ভালো ক্রিকেট খেলায় ফিরতে চাই। যা হবার তাই হবে।’ সূত্র : হিন্দুস্তান টাইমস