দক্ষিণ চট্টগ্রামের সর্ব-বৃহৎ সমবায় সমিতি বান্দরবানের “লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ” এর ২৯ তম বার্ষিক সাধারণ সভা ও ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৮অক্টোবর ২০২৩ইং) সকাল ৯টা থেকে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উক্ত বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে কার্যক্রম শুরু হয়। সাধারণ সভায় সমিতির প্রায় ৪ হাজার নারী ও পুরুষ সদস্য অংশ নেয়। মৌচাকের প্রতিষ্ঠাতা সিইও এম জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান আব্দুর শুক্কুর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) রাহাতুল ইসলাম।কালব এর ডিরেক্টর আশীষ কুমার দাস, প্রাক্তন ডিরেক্টর বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ভূঁইয়া, প্রাক্তন ডিরেক্টর নুর মোহাম্মদ,সমীরণ কান্তি দাশ, জেলা ব্যবস্থাপক কালব ও মৌচাকের কর্মকর্তা বৃন্দ প্রমূখ। ব্যবস্থাপনা পরিষদের নির্বাচনে বর্তমান চেয়ারম্যান মোঃ আবদুর শুক্কুর, সেক্রেটারী মোঃ হাবিবুর রহমান, ভাইস-চেয়ারম্যান লিটন কুমার দাশ, ডিরেক্টর মোঃ মোজাম্মেল হক, ডিরেক্টর থোয়াইনু মার্মা, ডিরেক্টর মোঃ শওকত আলী নির্বাচিত হয়েছেন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সিইও এম. জয়নাল আবেদীন জানান, “টেকসই ক্রেডিট ইউনিয়ন” এই স্বপ্ন নিয়ে ‘সদস্যদের জীবনমান উন্নয়নের জন্য গুনগত সেবা নিশ্চিত করন’ উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে মৌচাক। মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর আজকের এই সফলতার অংশীদার সংস্থাটির সকল সাধারণ সদস্য, পরিচালনা কমিটি ও কর্মকর্তা কর্মচারীরা। আরো নতুন নতুন হাতে নিয়ে মৌচাক এগিয়ে যাবে এই স্বপ্ন আমাদের।