১১ নভেম্বর বাংলাদেশ আঃলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র খুলনা আগমন ও বিশাল জনসভাকে সফল করতে ২৮ অক্টোবর শনিবার সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে বাগেরহাট পৌর আঃলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। পৌর আঃলীগ সভাপতি শেখ বশিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইবনে মিজান হিরুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আঃলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আঃলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ভূঁইয়া হেমায়েত উদ্দিন। সভায় জেলা আঃলীগ, পৌর আঃলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে খুলনায় আগামী ১১ নভেম্বরের জনসভাকে সাফল্যমন্ডিত করে তুলতে নেতাকর্মীদের সরব উপস্থিতি কামনা করেন।