শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম ::

ভূরুঙ্গামারীতে বিজিবি-বিএসএফের সীমান্ত সমন্বয় সভা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট বিওপি এলাকার সীমান্ত পিলার ১০০৮ এর আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রেলওয়ে মাঠ নামক স্থানে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র, মাদকদ্রব্য পাচার ও চোরাচালান এবং নারী ও শিশু পাচার বন্ধ সহ সীমান্তের ১৫০ গজের মধ্যে কোন প্রকার স্থায়ী স্থাপনা নির্মাণ না করার বিষয়ে আলোচনা হয়। কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আব্দুল মোত্তাকিম বিজিবির ১৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অপরদিকে ভারতীয় বিএসএফের ১৯, ৩১ ও ৪৯ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুনীল শিবম, শ্রী অজয় কুমার সিং ও শ্রী জিতেন্দ্র গুপ্তা ভারতের ২২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আব্দুল মোত্তাকিম সীমান্ত সমন্বয় সভার বিষয়টি নিশ্চিত করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com