শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম ::

গোবিন্দগঞ্জে বিএনপির চারজন নেতাকর্মী গ্রেপ্তার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে সোমবার মধ্যরাতে বিএনপির চারজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।পরে বেলা ৩ টার দিকে গ্রেপ্তার নেতাকর্মীদের গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে উপস্থিত করা হয়। আদালতের বিচারক নাজমুল হাসান তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তারা হলেন, গোপালপুর গ্রামের আব্দুল ছাত্তারের দুই ছেলে মশিউর রহমান(৪০) ও আব্দুল হামিদ(৩৮), রউফ বাবলুর ছেলে মোস্তাঈন হোসেন মুন্না(২০) ও রফিকুল ইসলামের ছেলে মিলন(৩৪)। স্থানীয়রা জানান, উপজেলার মহিমাগঞ্জে রোববার দিনব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল করে স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। হরতালকারীরা রংপুর চিনিকলের সামনে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়ক অবরোধ করে পিকেটিং করে। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।এতে বিএনপি-জামাতের নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে থানা পুলিশের এসআই দীপক কুমারসহ চার পুলিশ সদস্য আহত হন। গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ্ এ তথ্য নিশ্চিত করে বলেন, এছাড়াও হরতালকারীদের ছোঁড়া পাটকেলে পুলিশ পিক-আপের গ্লাস ভেঙ্গে যায়। এ ঘটনায় গতরাতে থানায় এসআই রায়হানুজ্জামান বাদি হয়ে একটি মামলা করেন। এ মামলায় বিএনপি-জামায়াতের ৩২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আসামী করা হয়। এছাড়াও অজ্ঞাত পরিচয়ে আরও ১০০/১২০ জনকে আসামি করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রলয় কুমার বর্মা জানান,এ মামলায় ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com