সুপ্রসিদ্ধ পাকিস্তানি আলেম ও বিশ্বখ্যাত ইসলামী স্কলার মাওলানা তারিক জামিলের ছেলে আসেম জামিল নিহত হয়েছেন। দেশটির পুলিশ বলছে, আসেম জামিলের বুকে গুলির জখম রয়েছে। স্থানীয় সময় রোববার গভীর রাতে পাকিস্তানি একাধিক সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। মুলতানের আ লিক পুলিশ কর্মকর্তা (আরপিও) সোহেল চৌধুরী জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। খুব শিগগির-ই এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এ বিষয়ে মাওলানা তারিক জামিল বলেছেন, ‘আমার ছেলে আসেম জামিলের ইন্তেকাল হয়েছে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, ‘আসেম আজ তালাম্বায় মারা গেছেন। আকস্মিক এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।’ বিখ্যাত এই আলেম আরো বলেন, ‘এই শোকে আপনাদের সকলের দোয়ায় আমাদেরকে মনে রাখার অনুরোধ করছি।’
আসেম জামিলের মৃত্যুতে শোক জানিয়েছেন পাকিস্তানের বিশিষ্ট ব্যক্তিরা। সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, মাওলানা তারিক জামিলের ছেলের মৃত্যুতে গভীর শোক এবং তিনি ও তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।’ মুসলিম লিগ (এন) সভাপতি আরো বলেন, ‘এই শোকে আমরাও আপনাদের সাথে শোকাহত। আসলে এটি ‘অহস্য’ এক শোক।’ ‘আমাদের দোয়া ও সহমর্মিতা মাওলানা তারিক জামিলের সাথে রয়েছে। আল্লাহ তায়ালা মরহুমকে তাঁর রহমতপ্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ সম্মান দান করেন এবং পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।’ যোগ করেন শাহবাজ শরিফ।
এদিকে, আসেম জামিলের নিহতের খবরের পরপরই পুলিশ বলেছিল, মাওলানা তারিক জামিলের ছেলে আত্মহত্যা করেছেন। সূত্র জানায়, আসেম জামিল একজন মানসিক রোগী ছিলেন এবং বহু বছর ধরে ওষুধ খাচ্ছিলেন। তবে পুলিশের সর্বশেষ বক্তব্য হচ্ছে- প্রমাণ এবং ফরেনসিক রিপোর্টের আলোকে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে। সূত্র : জিও নিউজ ও ডেইলি জংগ