শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম ::

টঙ্গীতে অবরোধের প্রতিবাদের যুবলীগের শোডাউন

টঙ্গী প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

বিএনপি ও জামায়াতে ইসলামীর এক দফা দাবি আদায়ে দেশব্যাপী অবরোধ কর্মসূচির বিরুদ্ধে বাঁশের লাঠি, প্লাস্টিকের পাইপ হাতে নিয়ে মিছিল করেছেন গাজীপুর মহানগর যুবলীগের নেতা-কর্মীরা। এ সময় শতাধিক মোটরসাইকেল নিয়ে নেতা-কর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে থেমে থেমে মহড়া দেন। দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল এর নেতৃত্বে এই মিছিল ও মোটরসাইকেলের মহড়া হয়। সরেজমিন ঘুরে দেখা যায়, সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ব্যক্তিগত ও সিএনজিচালিত অটোরিকশা ছাড়া তেমন কোনো পরিবহন চলাচল করছে না। বিচ্ছিন্নভাবে দু-একটি স্থানে অবরোধের সমর্থনে জটিকা মিছিল করেছে অবরোধ সমর্থনকারীরা, দূরপাল্লার তেমন কোনো বাস চলাচলের চিত্র নেই। মহানগর যুবলীগের আহবায়ক কামরুলআহসানের রাসেল বলেন, ‘বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা অবরোধের নামে যাতে জনসাধারণের জানমালের ক্ষতি না করতে পারে, সে জন্য যুবলীগ মানুষের জানমালের নিরাপত্তায় কাজ করছে।।এদিকে বিএনপির সমর্থনে নেতাকর্মীদের বাসায় পুলিশ ব্যাপক তল্লাশি ও গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে। বিএনপি নেতাকর্মীদের বাসায় তল্লাশীর ভিডিও চিত্র ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com