শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম ::

শাহজাদপুরে অবৈধ ভাবে বালু ফেলে আবাদি জমিতে পানি আটকে রাখায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবৈধভাবে বালু ফেলে ২ হাজার বিঘা জমির পানি বের হওয়ার ক্যানেল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের বাঘাবাড়ী বয়রা গ্রামে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় কৃষক ও গ্রামবাসী। বিক্ষোভকারীরা জানায়, কয়েকটি গ্রামের প্রায় ২ হাজার বিঘা জমিতে পানি আটকে থাকায় জমি আবাদ করতে না পারায় কৃষকেরা মঙ্গলবার সকালে নুকালি,আলোকদিয়ার, শাকতোলা,শেলাচাপড়ী,নগর বায়রা,ছোটো বায়রাসহ কয়েকটি গ্রামের কয়েকশ কৃষক মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে এসময় অনান্যে মধ্যে উপস্থিত ছিলেন পোতাজিয়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বাচ্চু সরকার, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য উজ্জ্বল ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আব্বাস, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর এ সময় সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বাচ্চু সরকার বলেন আমাদের দাবি অতি দ্রুত আবাদি জমিতে আটকে থাকা পানি নিস্কাশন করা যদি তা না হয় প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এদিন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কৃষকদের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com