খাস খতিয়ানের সরকারি রাস্তা ও জলাশয় ভরাট করেছে আব্দুল লাতিফ সরকারের ছেলে জাকির হোসেন সরকার। হাছানুর ইসলাম স্বাক্ষরিত একটি অভিযোগের সূত্র ধরে সরেজমিনে তদন্তকালে গেলে দেখা যায় জলাশয় ভরাট করে ঘর তোলার জন্য প্রস্তুত করা হচ্ছে। শনিবার (২১ অক্টোবর) সকাল ১০টায় ঘটনাস্থল পরিদর্শণ করা হয়। জাকির হোসেন সরকার জানান, তার বাবার নামে উক্ত সম্পত্তি লিজ নেয়া হয়েছে। একটি পক্ষ অভিযোগ করেছিল সদর সাব রেজিষ্ট্রি অফিসের একটি কাগজে দেখা যায় কাজির পাগলা মৌজাস্থ ৬৬৫ দাগের ১ আনার ১০শতাংশ সম্পত্তিসহ মোট ১২৬৯ শতাংশ সম্পত্তিপ পূর্ব হতেই মূল মালিক বাংলাদেশ সরকার। সরকারী রাস্তা দখল, জলাশয় ভরাটকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামে ঝগড়া বিবাদ, মারামারিসহ বড় ধরনের সংঘর্ষের আশংকা রয়েছে বলেও এলাকাবাসী মনে করছেন। ভবিষ্যতে রক্তারক্তি, খুনাখুনির দিকে যাবে বলেও মনে করছেন স্থানীয়রা। স্থানীয় মেম্বার জানিয়েছেন, যেহেতু জাকিরের বাবা লতিফ সরকারের নামে লিজ নেয়া আছে সেহেতু জলাশয় ভরাট করলে কোন অসুবিধা নেই। বৈধ কাগজপত্র আছে বলে সেই কাগজ প্রদর্শণ করার কথা বলেন। প্রকৃতপক্ষে এই জায়গাটি ডোবা হিসেবে লিখিত রয়েছে। ২৮২১ নং কবুলিয়াত নামায় ৫৩৩ বন্দোবস্ত নিয়েছেন ৬ এপ্রিল ১৯৮৯ ইং সনে। তবে এখানে উল্লেখ রয়েছে ডেপুটি কমিশনারের লিখিত অনুমতি ব্যতিত কোন খাদ খনন বা এমন কোনভাবে উহা ব্যবহার করিব না যাহাতে উক্ত জমি চাষের অযোগ্য হইয়া পড়ে। বন্দবস্ত দলিলের দলিলে উহা সুস্পষ্ট ভাবে উল্লেখ থাকিলেও উহার কোন গুরুত্ব না দিয়ে ডেপুটি কমিশনারের অনুমতি না নিয়া জাকির হোসেন সরকার উক্ত ডোবা ভরট করিয়াছে সরজমিনে দেখা যায়। সহকারি কমিশনার (ভূমি) ইলিয়াস হোসেন সরকার বলেন, অভিযোগ এখনো হাতে পাইনি। তবে অনুমতি ছাড়া সরকারি জায়গা ভরাট করে থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।