দেশব্যাপী চলমান অবরোধে চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি রডবোঝাই লরিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল বুধবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পন্থিছিলা কসাইখানা এলাকায় এ ঘটনা ঘটে। সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ জানান, বিকেল সাড়ে ৩টার দিকে পন্থিছিলা কসাইখানা এলাকা অতিক্রম করার সময় লরিটির গতিরোধ করে আগুন দিয়ে পালিয়ে যায় দুই মোটরসাইকেলআরোহী। আগুনে লরিটির সামনের অংশ সম্পূর্ণ পুড়ে যায়।
এদিকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে অবরোধবিরোধী সভা-সমাবেশ করে। গতকাল বুধবার সকালে সংসদ সদস্য দিদারুল আলম তার অনুসারীদের নিয়ে উপজেলা মহিলা সুপার মার্কেটের সামনে একটি প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেন। এছাড়া বিকেল ৪টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া তার অনুসারীদের নিয়েও পৌর সদর বাজারে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন।