সাতকানিয়া পৌরসভা মেধাবৃত্তি পরীক্ষা গতকাল (০৪ নভেম্বর) শনিবার সকল ১১ ঘটিকায় পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের এর সার্বিক দিক নির্দেশনায় ও সাতকানিয়া পৌরসভার প্যানেল মেয়র- ১ ও পৌরসভা তথ্য, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির এ.কে.এম মোর্শেদের সার্বিক তত্ত্বাবধানে সাতকানিয়ায় আলিয়া এম ইউ ফাযিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৪র্থ, ৫ম, ৭ম,৮ম শ্রেণি ও সমমানের মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এ মেধাবৃত্তি পরীক্ষায় ২৮টি স্কুল ও ৭টি মাদ্রাসার সর্বমোট ৮৩৮ জন ছাত্র-ছাত্রী এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষায় অংশগ্রহণ করে। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আহমদ সাইফুদ্দিন সিদ্দীকি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, পৌর আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হক লিটন, সাতকানিয়া মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক মামুনুর রশিদ, কাউন্সিলরদের মধ্যে এনামুল কবির, খোরশেদ আলম, সাইফুল আলম সোহেল, আবু বক্কর ছিদ্দিক সোহেল, আবদুল হালিম, মো. আরিফুল ইসলাম, আরাফাত উল্লাহ, মোহাম্মদ রাসেল উদ্দিন, মাছুমা বেগম, শাহানাজ পারভীন, আফরোজা আকতার শারমিন, পৌর কর নির্ধারক শহিদুল ইসলাম। পরীক্ষা কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন সাতকানিয়া এম,ইউ ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মনিরুল আলম, হল সুপারের দায়িত্বে ছিলেন মাদ্রাসার ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলমগীর।