শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম ::

বদলগাছীতে কৃষি প্রণোদনার আওতায় ২৮০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার প্রদান কর্মসূচির উদ্বোধন

মোঃ হাসানুজ্জামান (বদলগাছী) নওগাঁ
  • আপডেট সময় রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

নওগাঁর বদলগাছীতে রবি/২০২৩-২৪ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার প্রদান কর্মসূচির উদ্বোধন হয়েছে। ৫ নভেম্বর সকাল ১১ টায় “ কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বদলগাছী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফিরোজুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক আবু হাসানাত মিজানুর রহমান কিশোর, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মন্ডল, থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন সহ এলাকার সুধীজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং কৃষকগণ উপস্থিত ছিলেন। কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান জানান, চলতি রবি মৌসুমে ২৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৩৫০ জন কৃষককে ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ৫৬০ জন কৃষককে ২ কেজি ভূট্টা বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ১২০০ জন কৃষককে ১ কেজি সরিষা বীজ,১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ৫০ জন কৃষককে ১ কেজি সূর্যমুখী বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ৪০ জন কৃষককে ১০ কেজি চিনাবাদাম বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি, ৮০ জন কৃষককে ১ কেজি পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি, ৬০ জন কৃষককে ৫ কেজি মুগডাল বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি, ১৮০ জন কৃষককে ৫ কেজি মসুর ডাল বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি, এবং ২৮০ জন কৃষককে ৮ কেজি খেসাড়ী ডাল বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি প্রদান করা হবে। প্রত্যেককে ১ বিঘা জমির জন্য এই বীজ ও রাসায়নিক সার প্রদান করা হবে। উদ্বোধনী দিনে ৪৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়। পর্যায়ক্রমে সকল কৃষকের মাঝে এই উপকরণগুলো বিতরণ করা হবে বলে কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান জানিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com