শনিবার, ১৮ মে ২০২৪, ০৮:৫৯ অপরাহ্ন

কক্সবাজারে প্রথম ট্রেন: জনতার উল্লাস স্বপ্ন পূরন সৈকত বাসীর

মনির আহমদ কক্সবাজার
  • আপডেট সময় রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

কক্সবাজারে আসছে আজ প্রথম ট্রেন! এই নিয়ে পর্যটনবাসীর জন্য শুরু হল প্রথম ট্রেন চলার ইতিহাস। চট্টগ্রাম স্টেশন থেকে রোববার (৫ নভেম্বর) সকাল ৯টায় ছেড়ে কক্সবাজারগামী পরিদর্শন ট্রেনটি প্রথম দাঁড়ায় দোহাজারী স্টেশনে। দুপুর ১১টা ৩৫ মিনিটে দোহাজারী স্টেশনে পৌঁছে দুপুর ১২টায় কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে কক্সবাজার পৌঁছে সন্ধ্যা ৬ টায়। কক্সবাজারের পথে পথে হাজার হাজার জনতা রেল সড়কের দুই পাশে দাঁড়িয়ে স্বাগতম জানায়। জানা যায়, জিআইবিআর স্পেশাল পরিদর্শন ট্রেনটি যাত্রা শুরু করে তুলনামূলক ধীর গতিতে চলে। চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত মিটার গেজ লাইন থাকায় ধীরে চলেছে ট্রেনটি। এদিকে, চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের দুইজন করে মোট চারজন লোকোমাস্টার দিয়ে পরিচালিত হয়েছে কক্সবাজারগামী পরিদর্শন ট্রেনটি। প্রথম এই ট্রেনটি চালানোর দায়িত্বে আছেন লোকোমাস্টার মোহাম্মদ মাহফুজুর রহমান এবং সহকারী লোকোমাস্টার রুখন মিয়া। পরে ফেরার পথে কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত ট্রেন চালানোর দায়িত্বে থাকবেন লোকোমাস্টার সাজু কুমার দাশ ও সহকারী লোকোমাস্টার বেলায়েত হোসেন জাহিদ। এছাড়া ট্রেনে আছে একাধিক গার্ড, রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য (আরএনবি), রেল ট্র্যাক সংক্রান্ত রেলকর্মী, প্রকৌশল, বাণিজ্যিক ও পরিবহন বিভাগের শীর্ষ কর্মকর্তারা। দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের পরিচালক মো. সুবক্তগীন সংবাদ মাধ্যমকে বলেন, আজকের ট্রেন আমাদের জন্য নতুন এক মাইলফলক। সকাল ৯টায় চট্টগ্রাম স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু হয়। প্রথম এই যাত্রার মূল উদ্দেশ্য দোহাজারী-কক্সবাজার রেললাইন খতিয়ে দেখা। তিনি বলেন, আজকে প্রতিটা স্টেশন দাঁড়াব এবং রেললাইনসহ ইন্টারলকিং সিগন্যালিং ব্যবস্থা, প্লার্টফর্ম উঁচু সঠিক কিনা, কালভার্ট, লেভেল ক্রসিং গেট এসব দেখব। রেলের পরিদর্শন অধিদফতরের কর্মকর্তারা সার্টিফাই করলে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথের দূরত্ব হচ্ছে ১৫০ কিলোমিটার। দোহাজারী থেকে সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, রামু হয়ে পাহাড় ও নদীপথ দিয়ে পর্যটন নগর কক্সবাজার পর্যন্ত চলে গেছে এই রেল লাইনটি। এই পথে যাওযার সময় আছে ৯টি রেলওয়ে স্টেশন, চারটি বড় ও ৪৭টি ছোট সেতু, ১৪৯টি বক্স কালভার্ট এবং ৫২টি রাউন্ড কালভার্ট পেরিয়ে ট্রেন ছুটছে কক্সবাজারের উদ্দেশ্যে। আনুমানিক ৫টায় কক্সবাজার আইকনিক রেল স্টেশনে পৌছানোর কথা থাকলেও পৌঁছে সন্ধ্যা ৬ টায়। পরিদর্শন ট্রেনে আছেন জিআইবিআর রুহুল কাদের আজাদ, রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. নাজমুল ইসলাম, দোহাজারী-কক্সবাজার রেলপথ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদসহ পূর্ব রেলের শীর্ষ কর্মকর্তারা। ট্রেন চলাচল উদ্ভোধনের মধ্য দিয়ে ব্রিটিশ সরকারের তৈরী রেল পথের পর চট্টগ্রাম ও পর্যটন জেলাবাসীর জন্য আজ থেকে শুরু হলো রেল গল্প। প্রসঙ্গত: মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা আগামী ১১ তারিখ আনুষ্ঠানিক উদ্ভোধন করার কথা রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com