গতকাল সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর হল রুমে নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার উপর দিনব্যাপী এক কর্মশালা পিডাব্লিউডি এর নির্বাহী পরিচালক হুসনে আরা জলির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল রেজিস্ট্রেশন উদ্বোধন ও পরিচিতি পর্ব, সংস্থা ও প্রকল্প সম্পর্কে ধরুন অংশগ্রহণের নীতি ও প্রত্যাশা। নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা তৈরীর প্রেক্ষাপট ও প্রাসঙ্গিকতা। বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয়কর কর্মপরিকল্পনা উদ্দেশ্য পিলার ভিত্তিক কাজ ও আউটপুট। নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় পরিকল্পনা বাস্তবায়নে অংশগ্রহণকারীদের সুপারিস/মতামত চিহ্নিতকরণ, মূল্যায়ন ও সমাপনী। পিডব্লিউডি এর আয়োজনে এবং বিএনপিএস ও ইউএন ওম্যান এর সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কানিজ ফাতেমা উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, হাসনাহেনা উপজেলা ভাইস চেয়ারম্যান, মোহাম্মদ নুরুজ্জামান উপজেলা সমবায় কর্মকর্তা, আবিদা সুলতানা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা, এম রেজাউল করিম প্রেসিডেন্ট যমুনা সাইন্স ক্লাব, উপজেলা সমাজসেবা কর্মকর্তার প্রতিনিধি যুব উন্নয়ন কর্মকর্তার প্রতিনিধি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি শিক্ষক ও সাংবাদিক। এছাড়া পিডাব্লু ডি এর আবুল পতে টিটো, লুৎফুন্নেছা ও অন্যান্যরা।