শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম ::

রাজধানীতে অবরোধের সমর্থনে ছাত্রদলের মিছিল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিরোধীদলের ডাকা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল বুধবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে পিকেটিং করে তারা। অবরোধের প্রথম প্রহরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়ালের নেতৃত্বে ছাত্রদল নেতাকর্মীরা গোপীবাগ এলাকায় রেলপথ অবরোধ ও পিকেটিং করে।
এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. আউয়াল বলেন, ‘দেশনায়ক তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, যদি আপনি বা আপনারা রাজপথে মিছিল-পিকেটিং এ অংশ নিতে না পারেন, তাহলে প্রয়োজনে বাড়িতে অবস্থান নিন। আপনি যাত্রী না হলে যাত্রীবিহীন যানবাহন রাস্তায় চলবে না। এটাই হোক আপনার প্রতিবাদ।’
এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা মহিউদ্দিন মাহি, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, মহানগর ছাত্রদল নেতা খন্দকার আমান, মিরাজ হোসেন, সিয়াম, আশরাফুল আসাদ, বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী কাওসার, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরহাদ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদলের মোঃ আবু সালেহ হিরোন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সম্পাদক জুম্মান প্রধান-সহ বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতৃবৃন্দ। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com