শনিবার, ১৮ মে ২০২৪, ০৮:৫৯ অপরাহ্ন

লামায় সরকারি মাতামুহুরী কলেজের নবীণ বরণ ও উন্নয়ন কাজের উদ্বোধন

তৈয়ব আলী (লামা) বান্দরবান
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

বান্দরবানের লামায় সরকারি মাতামুহুরী ডিগ্রী কলেজে উৎসব মুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবীণ বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রুহুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য বাখেন,পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জন প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী, অত্র প্রতিষ্ঠানের সকল প্রভাষক ও কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন। পরে দুপুর ২টায় লামা পৌরসভা কর্তৃক বাস্তবায়নাধীন ১৭কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে ১২টি উন্নয়ন কাজের উদ্বোধন এবং পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৬ কোটি ৩৫ লাখ টাকা ব্যায়ে ৩টি কাজের উদ্বোধন, ১টি প্রকল্পের ভিক্তিপ্রস্থর স্থাপন করেছেন পার্বত্য মন্ত্রী। এসময় চম্পাতলি আনসার ব্যাটালিয়ন মাঠে দুপুর ৩টায় বীর বাহাদুর গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট – ২০২৩ এর ফাইনাল খেলার উদ্বোধন করেন মন্ত্রী। সন্ধা ৬টায় লামা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান লামা পৌরসভায় অবস্থিত বীর বাহাদুর কানন (তংথমাং রিসোর্ট এন্ড রেষ্টুরেন্ট) মিলণায়তনে লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com