মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা দিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জামিয়া ফারুকিয়া রওজাতুল উলূম মাহমুদবাগ আনারপুরা চত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খাতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ আমির হযরত মাওলনা আব্দুল হামিদ পীর সাহেব, মধুপুর। বিচারক (গ্র্যান্ড ফিনালে) হিসেবে উপস্থিত ছিলেন উস্তাদুল হুফফাজ হাফেজ কারী বজলুল হক সিনিয়র সহ-সভাপতি, হুফফাজুল ফাউন্ডেশন বাংলাদেশ, বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ ড. ওয়ালীউর রহমান খান আন্তর্জাতিক হিফল কুরান প্রমাণিত হাদিস ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ। অনুষ্টানে সভাপতিত্ব করেন শাইখুল হাদীস হাফেজ মাওলানা বশীর আহমাদ সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সভাপতি মুর্গীগঞ্জ জেলা শাখা, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ। আয়োজনে ছিলেন, শাইখুল হাদীস হাফেজ মাওলানা হাসান ফারুক মহাপরিচালক, জামিয়া ফারুকিয়া রওজাতুল উলুম পরিচালানায় ছিলেন মুফতী মাহবুবুর রহমান জিয়া, মুন্সিগঞ্জ জেলা শাখা সাধারণ সম্পাদক হাফেজ কারী হেদায়েতুল্লাহ, হাফেজ মাওলানা হোসাইন আহমাদ ইসহাকী প্রমুখ। দিনব্যাপী এই হিফজুল কুরআন প্রতিযোগিতায় মুন্সিগঞ্জের জেলার ১০০টি মাদরাসার ৬০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কোরআন পারা ভিত্তিক এই প্রতিযোগিতায় ৫, ১০, ২০ ও ৩০, সিগারুল হুফফাজ পারা, এই পাঁচটি গ্রুপে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিটি গ্রুপে সাতজন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করনে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ। এছাড়া জেলা পর্যায়ে বিজয়ীরা এই সংগঠনের অধীনে ঢাকা বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন বলে জানিয়েছেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন, মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা বশির আহমেদ।