শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::

মহাদেবপুরে বাঁশের বেড়ায় ৫ পরিবারের অবরুদ্ধ জীবন!

সোহেল রানা (মহাদেবপুর) নওগাঁ :
  • আপডেট সময় সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

নওগাঁর মহাদেবপুরে জমি সংক্রান্ত পূর্ব-বিরোধের জেরে পাঁচটি পরিবারের বসতবাড়িতে চলাচলের একমাত্র রাস্তায় বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। গত ৯ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার ভীমপুর ইউনিয়নের খোর্দ্দনারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা অবরুদ্ধ রয়েছে। এতে মানবেতর জীবন-যাপন করছে ওই পাঁচটি পরিবারের অন্তত ১৫ জন সদস্য। এ ব্যাপারে ওই গ্রামের মৃত নিয়াতম আলী মন্ডলের ছেলে জাহিদুল ইসলাম বাদী হয়ে একই গ্রামের চার জনের নাম উল্লেখসহ মোট ১১ জনকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সংশ্লিষ্টদের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন তিনি। অভিযুক্ত আসাদুজ্জামান রানা বলেন, জাহিদুল ইসলামের পরিবার দীর্ঘদিন ধরে আমাদের জমির উপর দিয়ে চলাচল করে আসছিল। এখন আর আমরা আমাদের খলিয়ানের উপর দিয়ে রাস্তা দিতে চাই না। তাই বাঁশের বেড়া দিয়েছি। বেড়া দুই এক হাত তাদের জমির উপর যেতে পারে। পরবর্তীতে সেটি আমরা সরিয়ে নিয়ে আমাদের জমিতে দিব। ভীমপুর ইউপি চেয়ারম্যান শ্রী রাম প্রশাদ ভদ্র সাংবাদিকদের বলেন, বিষয়টি আমি শুনেছি। এ নিয়ে একটি সালিশি বৈঠকের কথা ছিল। তার আগে বেড়া দিয়ে রাস্তা অবরোধ করেছে। অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com