শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম ::

রাউজানের নোয়াপাড়া শেখপাড়ায় দুইদিন ব্যাপী সুন্নী সমাবেশ

মুহাম্মদ নাজিম উদ্দীন মিঞাজী (রাউজান) চট্টগ্রাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

কমিটি বাংলাদেশ নোয়াপাড়া ইউনিয়ন শেখপাড়া ইউনিট শাখার ব্যবস্থাপনায় এলাকাবাসী ও প্রবাসীদের যৌথ উদ্যোগে ২দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে ১১ নভেম্বর (শনিবার) ১ম দিবসে দাওয়াতে খায়র মহিলা মাহফিল ও ১২নভেম্বর (রবিবার) ২য় দিবসে আজিমুশশান সুন্নী সমাবেশ গাউছিয়া কমিটির বাংলাদেশ শেখ পাড়া ইউনিট শাখার অফিস্হ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়, ভারপ্রাপ্ত সভাপতি শেখ এমদাদ হোসাইনের সভাপতিত্বে উদ্ভোধক ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ বাবুল মিয়া। সংগঠনের দাওয়াতে খায়র সম্পাদক সাব্বির উদ্দিনের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন কক্সবাজার রামু হযরত জঙ্গলি পীর (রাঃ) ও ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সুপার হযরাতুলহাজ্ব আল্লামা মুফতি মুহাম্মদ আব্দুল আজিজ রজভী, প্রধান বক্তা ছিলেন ঢাকা শাজাহানপুর গাউছুল আজম (রহঃ) জামে মসজিদের খতিব হযরাতুলহাজ্ব আল্লামা শায়েখ আব্দুল মোস্তফা রহিম আল আযহারী, বিশেষ বক্তা ছিলেন নোয়াপাড়া কচুখাইন মুহাম্মদীয়া মাদ্রাসার সুপার ও শেখপাড়া জামে মসজিদের খতিব হযরাতুলহাজ্ব আল্লামা সৈয়দ আইয়ুব বদরী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষার্থী শায়ের মুহাম্মদ মহিউদ্দিন তানভীর, বিশেষ অতিথি ছিলেন নোয়াপাড়া পথের হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, রাউজান প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক খবর পত্র রাউজান প্রতিনিধি মুহাম্মদ নাজিম উদ্দীন মিঞাজী, ইউপি সদস্য মুহাম্মদ সোহেল,এ সময় উপস্থিত ছিলেন হযরত মাওলানা রশীদ আহম্মদ শাহ(রহঃ) আল মাইজভা-ারী প্রকাশ জিন্দা অলীর (রহঃ) সাহেবজাদা ও জহির আহমেদ জামে মসজিদের খতিব হযরত মাওলানা আজহার মিয়া আল মাইজ ভান্ডারী, নোয়াপাড়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট হাফেজ মাওলানা আজিজ উদ্দিন কাদেরী, মাওলানা নঈম উদ্দিন রেজভী, গাউছিয়া কমিটি বাংলাদেশ নোয়াপাড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক মুহাম্মদ ইউনুস,সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জাহেদুল হক, অর্থ সম্পাদক আবদুল আল মামুন, শেখপাড়া জামে মসজিদ পরিচালনা পর্ষদ এর সহ সভাপতি আখতারুল ইসলাম জসিম, সাধারণ সম্পাদক ইউনুস মিয়া, শেখপাড়া জামে মসজিদ পূনঃ নির্মাণ কমিটির যুগ্ম আহবায়ক মীর সায়েম বাদশা, সহ অসংখ্য উলামায়ে কেরাম ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com