শনিবার, ০৪ মে ২০২৪, ১২:১৭ অপরাহ্ন

জয়পুরহাটের পাঁচবিবিতে ৮,৯৭৫ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা প্রদান

আব্দুল কাইয়ুম জয়পুরহাট
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

জয়পুরহাটের পাঁচবিবিতে ২০২৩-২০২৪ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার পৌরসভাসহ ৮টি ইউনিয়নের ৮ হাজার ৯’শ ৭৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, গম, মশুর, পেঁয়াজ, ভুট্টা, মুগ ডাল ও সার প্রদান অনুষ্ঠান মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণের অধিদপ্তর, পাঁচবিবি, জয়পুরহাটের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-০১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু। বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, পৌর আ.লীগ সভাপতি এসকে আব্দুল হক ও কৃষক ফরিদুল ইসলাম প্রমুখ। সভাশেষে সরিষা বীজ ৬ হাজার ৮০ কেজি, গম ১ হাজার ৩’শ, ভুট্টা ৬’শ, মুগ ডাল ৩৫ কেজি, মশুর ৬০ কেজি, শীতকালীন পেঁয়াজ ১৮০ কেজি বীজ জনপ্রতি কৃষককে ১ কেজি বীজের সাথে আনুপাতিক হারে রাসায়নিক সার বিতরণ করেন প্রধান অতিথি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com