শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::

টুঙ্গিপাড়ায় সদ্য পদন্নতি প্রাপ্ত ১২০ জন উপসচিবের জাতির পিতার সামাধিতে শ্রদ্ধা নিবেদন

আফজাল হোসেন (টুঙ্গিপাড়ায়) গোপালগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সদ্য পদোন্নতি প্রাপ্ত ১২০ জন উপ-সচিব। মঙ্গলবার (১৪-১১-২০২৩) দুপুর ১ ঘটিকায় তারা জাতির পিতার সমাধিসৌধ ব্যাদিতে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন। সুত্রে জানা যায় যে, ২৯ তম ব্যাচে সদ্য পদোন্নতি প্রাপ্ত ২০০ জন উপসচিদের মধ্যে ১২০ জন এ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়ার উপজেলার নির্বাহী অফিসার মোঃ আল-মামুন, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার আমিনুর রহমান। এরপরে পবিত্র ফাতেহা দুরুদ পাঠ করে ১৯৭৫ এর ১৫ই আগস্ট জাতির পিতাসহ তার পরিবারের সকল শহিদদের রুহের মাগফিরাত ও দোয়া করে বিশেষ মোনাজাত করে। পরে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে সাক্ষর করেন। এর আগে তাদের কে বিআরটিসি চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম স্যারের পক্ষে সমাধির গেটে স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানান, টুঙ্গিপাড়া বিআরটিসি বাস ডিপো ও ট্রেনিং ইনস্টিটিউট এর ম্যানেজার অপারেশন মোঃ মোশারফ হোসেন সিদ্দিকী। এর পরে খুলনার সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক কর্মকর্তাগন জাতির পিতা সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com