গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়-টুঙ্গিপাড়া প্রেসক্লাবে মতবিনিময় করেন প্রেসক্লাব গোপালগঞ্জের নেতৃবৃন্ধ বুধবার দুপুরে (১৫-১১-২০২৩) টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি বি এম গোলাম কাদেরের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি বি এম গোলাম কাদের। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি আলিমুজ্জামান (বিটু), বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক সৈয়দ মিরাজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আফজাল হোসেন, সহসভাপতি আব্দুল হাকিম, যুগ্নসাধারন সম্পাদক ডাঃ মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক অহিদুর জামান শেখ, যুগ্নসাধারন সম্পাদক মোঃ জসিম মুন্সী প্রমুখ। এর আগে তারা জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে প্রেসক্লাব গোপালগঞ্জের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন। এর পরে পবিত্র ফাতেহা পাঠ দুরুদ ও দোয়া করে, ১৯৭৫ এর ১৫ই আগস্ট জাতির পিতাসহ তার পরিবারের সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করে। এ সময়ে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।