ময়মনসিংহের নান্দাইলে ১৭ নভেম্বর ‘নান্দাইল শহীদ দিবস’ উপলক্ষে নান্দাইল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নান্দাইল বাজারস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও নান্দাইল উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাজহারুল হক ফকির। সভায় নান্দাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আজিজুর রহমান ভূঁঞা বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামছুজ্জামান বাবুলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাব নান্দাইলের সাবেক সভাপতি এডভোকেট হাবিবুর রহমান ফকির, প্রভাষক অরবিন্দ পাল অখিল, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, নান্দাইলে প্রথম জাতীয় প্রতাকা তৈরির সহকারী কারিগর নিতাই চন্দ্র পাল, সাংবাদিক প্রভাষক খায়ছারুল আলম ফকির, প্রভাষক জাহিদুল আলম, কবি কামরুল হাসান জুয়েল, দৈনিক খবরপত্র প্রতিনিধি আল-আমিন কাজল, রকিবুল করিম ভূঞা আরিফ ও তৌফিক আহমেদ নবীন প্রমুখ। সে সময় বক্তারা এবং উপস্থিত ব্যক্তিবর্গ ১৭ নভেম্বর নান্দাইল শহীদ দিবস, ১১ ডিসেম্বর নান্দাইল মুক্ত দিবস ও ২১ এপ্রিল নান্দাইল গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন এবং নান্দাইলের মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রহকারী লেখক মো. আজিজুর রহমান ভূঁঞাকে ধন্যবাদ জানান। উল্লেখ্য-১৯৭১ সালের ১৭ নভেম্বর এই দিনে মুক্তিযোদ্ধারা নান্দাইল থানাকে শত্রু মুক্ত করতে প্রায় সাড়ে চার ঘণ্টা তুমুল যুদ্ধের পর হানাদারদের ভারী অস্ত্রের সামনে টিকতে না পেরে পিছু হটতে বাধ্য হয়। এ সময় মুক্তিযোদ্ধা ইলিয়াস উদ্দিন ও শামছুল হক শহীদ হন। পরে হানাদাররা তৎকালীন থানা আওয়ামীলীগ সভাপতি শাহনেওয়াজ ভূঁইয়া, ছুবেদ আলী, রইছ উদ্দিন ভূঁইয়া এবং মিয়া চাঁনকে গুলি করে নির্মম ভাবে হত্যা করে। রক্তঝরা এই উত্তাল দিনটি স্মরণ রাখতে প্রতি বছরের ন্যায় নান্দাইল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে স্মরণসভার আয়োজন করা হয়।