শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::

বিশ্বকাপ ফাইল আজ: কার হাতে উঠছে টুর্নামেন্ট সেরার পুরস্কার?

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

আজ রোববার পর্দা নামছে ভারত বিশ্বকাপের। শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে শেষ হবে প্রায় দেড় মাসের লড়াই। বিশ্ব জুড়ে জেগে উঠা ক্রিকেট উৎসব ফুরিয়ে যাবে, পাড়ার চায়ের দোকানের সেই আমেজও বিলিন হবে, পাওয়া না পাওয়ার ভিড়ে সব সমীকরণ মিলে যাবে। গত ৫ অক্টোবর শুরু হওয়া ১০ দলের শিরোপার লড়াই এখন এসে ঠেকিয়েছে দুই দলের মাঝে। পরাক্রমশালী ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি ফাইনালে। আজ ১৯ নভেম্বর রোববার আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে শিরোপার নিষ্পত্তি। হয়তো ঘরের মাঠে শিরোপা উৎসব করবে ভারত, নয়তো ষষ্ঠবারের মতো সোনার কাপটায় চুমু আঁকবে অজিরা।
কে হবে চ্যাম্পিয়ন? এই প্রশ্নটা ছাড়াও শেষ মুহূর্তে এসে আরো একটা প্রশ্নের উত্তর এখনো অজান্তে। এবারের আসর সেরার পুরস্কার উঠছে কার হাতে? কে হবেন বিশ্বকাপের ১৩তম আসরের ‘ম্যান অফ দ্য টুর্নামেন্ট’? শেষ আসরের সেরা কেন উইলিয়ামসনের যোগ্য উত্তরসূরির খোঁজে সমর্থকরা। তবে এবার নাম ঘোষণাটা একটু কঠিনই হবে, কেননা বেশ ক’জনই আছেন সেরা হওয়ার দৌড়ে। যারা ব্যাটে-বলে মুগ্ধতা ছড়িয়েছেন গোটা আসর জুড়ে। তবে তাদের মাঝে থেকেই একজনকে বেছে নিতে হবে নির্বাচকদের, যার হাতে তুলে দেয়া হবে ’ম্যান অফ দ্য টুর্নামেন্ট’ -এর পুরস্কার। ঘরের মাঠে বিশ্বকাপ। আবহাওয়া, আবহ, অনুপ্রেরণা কিংনা উৎসাহ; স্বাভাবিকভাবেই সবার থেকে ঢের এগিয়ে ভারত। টুর্নামেন্ট সেরার দৌড়েই তাই এগিয়ে ভারতীয়রাই। দলের সবচেয়ে বড় তারকা বিরাট কোহলি তো আছেনই, অধিনায়ক রোহিত শর্মা ও বল হাতে দাবী জানিয়ে রেখেছেন মোহাম্মদ শামিও।
ভারত বিশ্বকাপ যেন দু’হাত ভরে দিচ্ছে কোহলিকে। রানের পাহাড় যেন ঠেলে দিচ্ছে পায়ে। কোহলিরও যেন ক্ষুধা মিটছে না। এই আসর তো বটেই, ইতোমধ্যে বনে গেছেন বিশ্বকাপ ইতিহাসেরই এক আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৭১১ রান তার। ফাইনালে সুযোগ আছে তা আরো একধাপ এগিয়ে নেয়ার। তাছাড়া বল হাতেও একটা উইকেট আছে কোহলির। রোহিত শর্মার মতো অধিনায়ক প্রতিটি দলের বড় চাওয়া, ভারতের জন্য যা বড় পাওয়া। প্রতিটি ম্যাচেই সম্মুখ থেকে নেতৃত্ব দিয়ে গড়ে দেন বড় সংগ্রহে ভিত। অনুপ্রেরণা দেন সাহসী হয়ে উঠার। এখন পর্যন্ত ৫৫০ রান নিয়ে আছেন সেরা রান সংগ্রাহকের তালিকায় পাঁচে। আছে উইকেটও একটা। তবে নেতৃত্বই তাকে এগিয়ে দিতে পারে সেরা হওয়ার লড়াইয়ে।
মোহাম্মদ শামিকে এক নতুন রূপে দেখছে ভারত বিশ্বকাপ। রান প্রসবা এই আসরে শামি যেন এক বিস্ময়। বিকল্প হিসেবে দলে জায়গা পেয়েই হয়ে উঠেছেন বিধ্বংসী। ৬ ম্যাচে তিনবার পাঁচ উইকেট শিকার তার। ২৩ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি। তাই বোলার হিসেবে আসর সেরা হওয়ার দৌড়ে এক নম্বরে তিনি।
টুর্নামেন্ট সেরার লড়াইয়ে আছেন ফাইনালে উঠা অস্ট্রেলিয়া দলের দুই ক্রিকেটারও। ডেভিড ওয়ার্নার ৫২৮ রান নিয়ে আছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার ছয়ে। আর বল হাতে ২২ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে থাকা এডাম জাম্পাও বিভোর আসর সেরা হওয়ার স্বপ্নে। ফাইনালে ভালো কিছু করতে পারলে সুযোগ হতে পারে তাদেরও। তাদের বাহিরে আরো একজন আছেন এই দৌড়ে। তিনি বিশ্বকাপের বিস্ময় রাচিন রাবিন্দ্র। জন্মসূত্রে ভারতীয় এই কিউই অলরাউন্ডার হিসেবের বাহিরে থেকে এসে যেন জ্বলে উঠেন বিশ্বকাপে। ৩ শতকে ৫৭৮ রান নিয়ে আছেন তালিকার তিনে। বল হাতেও আছে ৫ উইকেট। সুতরাং দল ফাইনালে না উঠলেও দাবি রাখছেন তিনিও।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com