শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::

প্রাতিষ্ঠানিক সুশাসন-মানসম্মত গ্রাহক সেবা এবং শুদ্ধাচারে গুরুতা¡রোপ প্রয়োজন

মাহফিজুল ইসলাম রিপন দিনাজপুর
  • আপডেট সময় রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

দিনাজপুর জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলনে জিএম

জনতা ব্যাংক পিএলসি, দিনাজপুর এরিয়ার সার্বিক ব্যবসা উন্নয়ন উপলক্ষ্যে এরিয়া অফিস দিনাজপুরে শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৩ এবং সোনার বাংলা গড়ার প্রত্যয়ঃ জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৩-২০২৪ বাস্তবায়ন উপলক্ষ্যে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের (স্টেকহোল্ডার্স) অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর এরিয়া অফিসের ডিজিএম-ইনচার্জ জ্যোতিশ রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আনিছুর রহমান আকন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম এরিয়া ডিজিএম-ইনচার্জ ড. মোঃ আরিফুল ইসলাম, গাইবান্ধা এরিয়ার সহকারী মহাব্যবস্থাপক মোঃ ছানাউল হক এবং বিভাগীয় কার্যালয়, রংপুর এর সহকারী মহাব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান। এছাড়া সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়সহ বিভিন্ন এরিয়া হতে আগত নির্বাহীগণ, শাখা ব্যবস্থাপকগণ, এরিয়া অফিসের সকল স্তরের কর্মকর্তা, কর্মচারীগণ এবং অংশীজন (স্টেকহোল্ডার্স্), দিনাজপুর এরিয়ার বিভিন্ন শাখা হতে আগত গ্রাহকগণ তাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি রংপুর বিভাগীয় কার্যালয়ের জিএম মোঃ আনিছুর রহমান আকন্দ ব্যাংকের সকল সূচকে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি সিএমএসএমই ঋণ বিতরণ বৃদ্ধি, স্বল্প সুদে আমানত সংগ্রহ, ফরেণ রেমিটেন্স বৃদ্ধি, শ্রেণীকৃত এবং অবলোপনকৃত ঋণ আদায় হ্রাস ও প্রাতিষ্ঠানিক সুশাসন, মানসম্মত গ্রাহক সেবা এবং শুদ্ধাচার এর উপর গুরুত্বারোপ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com