এক সময় গ্রাম বাংলায় কৃষি পণ্য পরিবহন ও বিপণনের জন্য গুরুত্বপূর্ণ বাহন হিসেবে ব্যবহার হতো দু-চাকার গরুর গাড়ি। কিন্তু প্রযুক্তির ছোঁয়ায় বর্তমানে এ বাহনটি এখন বিলুপ্তির পথে। মাঝে মধ্যে প্রত্যন্ত চরাঞ্চলে দু-একটি গরুর গাড়ি চোখে পড়লেও শহরে খুব একটা দেখা যায় না। তাই নতুন প্রজন্মের কাছে গরুর গাড়ি শব্দটি যেন একেবারেই অপরিচিত। এমনি এক গরুর গাড়িতে করে ক্ষেত থেকে আমন ধান নিয়ে বাড়ি ফিরছেন চরাঞ্চলের এক কৃষক। ধান পরিবহনে গরুর গাড়ির ব্যতিক্রম এ ছবিটি কিশোরগঞ্জের হোসেনপুর-গফরগাঁও সড়কের পাশের ব্রহ্মপুত্রের চরাঞ্চল থেকে ক্যামেরাবন্দি করেছেন আমাদের উপজেলা প্রতিনিধি সঞ্জিত চন্দ্র শীল।