শুক্রবার, ১০ মে ২০২৪, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
চিতলমারীতে জমি সংক্রান্ত বিরোধে প্রাণ নাশের হুমকি : থানায় জিডি গজারিয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে চমক দেখালেন মীনা খাগড়াছড়িতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান আজিজ উদ্দিন বগুড়া ও জয়পুরহাটে উপজেলা পরিষদ নির্বাচনে যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জামালপুর সদর উপজেলা পরিষদে বিজন কুমার চন্দরকে বিজয়ী ঘোষণা ডিমলায় শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচন মেলান্দহে দুগ্ধ সমবায় প্রকল্পের সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ গলাচিপায় জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ তারাকান্দায় অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিএনপির ত্রাণ নুরে আলম সিদ্দিকী শাহীন নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত

সুনামগঞ্জ-৩ আসনে নৌকা পেতে হাইকমান্ডে জোর লবিং চলছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে জাতীয় সংসদ নির্বাচনে কে পেতে যাচ্ছেন নৌকার মনোনয়ন? এমন আলোচনা এখন সর্বত্র। জাতীয় সংসদের ভিআইপি এ আসনের তফসিল ঘোষণার পর থেকে নৌকা পেতে আওয়ামী লীগের সম্ভাব্য এমপি প্রার্থীরা দলের হাইকমান্ডে জোর লবিং চালিয়ে যাচ্ছেন ঢাকায়। সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচন ঘিরে দীর্ঘদিন ধরে নানা কৌশলে প্রচার-প্রচারণায় ব্যস্ত আওয়ামী লীগের সম্ভাব্য এমপি প্রার্থীরা। এরই মধ্যে অনেকেই দলের মনোনয়ন ফরম ক্রয় করেছেন বলে জানা গেছে। ঘোষিত তফসিল অনুযায়ী, সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ৭ই জানুয়ারি। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামি ৩০ নভেম্বর, তা বাছাই হবে ১-থেকে ৪ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। এবার ভোট হবে ব্যালট পেপারের মাধ্যমে। জানা গেছে, সংসদ নির্বাচন সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা পেতে হাইকমান্ডে জোর লবিং চলছে। নৌকার মাঝি হতে যারা জোর লবিং চালিয়ে আলোচনায় রয়েছেন তারা হলেন, বর্তমান পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপি, স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের ছেলে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, নব্বই দশকের সাবেক ছাত্রনেতা, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা সৈয়দ জামান নাসের, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। তবে এবার জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকার পরও প্রার্থী মনোনয়নে মূল প্রতিদ্ধন্ধিতায় এগিয়ে রয়েছেন বর্তমান পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আজিজুস সামাদ আজাদ ডন। জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে কে পেতে যাচ্ছেন নৌকার মনোনয়ন? এমন আলোচনা এখন সর্বত্র।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com