মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন

ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুইজনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম :
  • আপডেট সময় বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

চট্টগ্রামের ফটিকছড়ি বাগানবাজার ইউনিয়নে বনবিভাগের সংরক্ষিত পাহাড় টিলা কাটার দায়ে দুইজনকে ১ মাসের কারাদন্ড প্রদান করছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। ২২ নভেম্বর (বুধবার) সকালে উপজেলার বাগানবাজার ইউনিয়নের ৯ নং ওয়ার্ড উদয়পাথর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম বলেন, ‘ উপজেলার বাগানবাজার ইউনিয়নে সড়ক উন্নয়নের অন্তরালে সংরক্ষিত বনের টিলা ও পাহাড় কেটে মাটি বিক্রি হচ্ছে এটি নিয়ে বেশ কয়েকটি প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাতের অন্ধকারে স্কেভেটরের সাহায্যে অবৈধভাবে পাহাড় কেটে পরিবেশের ভারসাম্য বিনষ্ট করা ও পাহাড় কাটা মাটি দিয়ে পার্শ্ববর্তী নাল শ্রেণীর জমি ভরাট করে জমির শ্রেণি পরিবর্তন করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ এনে আব্দুর রহমানে স্ত্রী শারমিন আক্তার(২৫), আব্দুর রহিমের স্ত্রী রাশেদা আক্তার(২৮) উভয়কে ০১ (এক) মাস করে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। তাছাড়া স্থানীয় লোকজনের দেওয়া তথ্য ও সরেজমিন পরিদর্শনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ কাজে ১. মো: ইউনুস(৫০), পিতা-মৃত আবদুল হাই, ২.আরিফুল ইসলাম(২৫), পিতা-আবু তাহের, ৩. জাফরুল্লাহ(৪০), পিতা- মৃত হাজী আনোয়ার আহানদ, ৪.আবুল কালাম, পিতা-অজ্ঞাত ৫.জোহরা,পিতা-অজ্ঞাত ৬.মো: নুরুল আমিন, পিতা-চান্দু মিয়া, ৭. নুরুল করিম, পিতা-অজ্ঞাত ৮. সাইদ মেম্বার, পিতা-অজ্ঞাত ৯.আলমগীর ১০.নুরুল আমিন, পিতা- চান্দু মিয়া ১১. শাহজাহান ১২.মিলন ১৩.লিটন সহ আরো অনেক অজ্ঞানামা ব্যক্তি সংশ্লিষ্ট কাজে জড়িত আছেন বলে অভিযোগ পাওয়া যায়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য বন বিভাগের বিট কর্মকর্তা (কয়লা বিট) আমিরুল ইসলামকে নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম। অভিযানে ভুজপুর থানা পুলিশ স্থানীয় জনপ্রতিনিধি সহায়তা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com