শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম ::

নরসিংদী-৫ রায়পুরা আসন, নৌকার মাঝি হতে চেয়েছেন সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদসহ তার পরিবারের ৪ জন

নরসিংদী প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ রায়পুরা আসনে আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে অংশ নিয়েছেন একই পরিবারের ৪ জন। তারা হলেন-বর্তমান সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু, তার ছেলে রাজিব আহমেদ পার্থ, স্ত্রী কল্পনা রাজিউদ্দিন, ভাই সালাহদ্দিন বাচ্চু। এই ৪ জনই মনোনয়নপত্র সংগ্রহও করেছেন বলে জানান দলীয় নেতাকর্মীরা। তবে একই পরিবারের ৪ জনের দলীয় মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা তৈরি করেছে। বিষয়টিকে নেতৃত্বেও জন্য পারিবারিক কোন্দল হিসেবেও দেখছেন অনেকে। রাজিউদ্দিন আহমেদ রাজু রায়পুরার ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য। তাছাড়া, তিনি আওয়ামী লীগ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংসদ সদস্যের ছেলে রাজিব আহমেদ পার্থ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক, স্ত্রী কল্পনা রাজিউদ্দিন রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং ভাই সালাহউদ্দিন আহমেদ বাচ্চু জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে রাজিব আহমেদ পার্থ বলেন, ২০১৪ সাল থেকে সংসদ সদস্য পদে আমি নিয়মিত দলীয় মনোনয়ন সংগ্রহ ও জমা দিয়ে যাচ্ছি। আমার বাবা ও মা ও ফরম সংগ্রহ করেছেন। তবে, চাচার (সালাহউদ্দিন বাচ্চু) মনোনয়ন সংগ্রহের ব্যাপাওে তিনি জানেন না বলে জানান। তবে একই পরিবার থেকে ৪জন একই দলের মনোনয়ন জমা দেয়ার কারণ ব্যাখ্যা করতে রাজি হননি তিনি। এদিকে বর্তমান সংসদ সদস্য রাজিউদ্দিনের স্ত্রী কল্পনা রাজিউদ্দিন বলেন, আমাদের পরিবারের সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আওয়ামী লীগের ফিনান্সিয়াল ফান্ড রিচ (আর্থিক তহবিল বৃদ্ধি) করার জন্য আমরা মনোনয়ন সংগ্রহ ও জমা দিয়েছি। আমাদের মধ্যে কোনো পারিবারিক দ্বন্ধ নেই। দ্বন্ধের বিষয়ে যে গুঞ্জন আছে, তা মিথ্যা; আমরা সবাই ঐক্যবদ্ধ। সংসদ সদস্য রাজিউদ্দিনের ছোট ভাই সালাহউদ্দিন আহমেদ বাচ্চু বলেন, আমি রায়পুরা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকাল থেকে কাজ করে আসছি। অধিকাংশ নেতাকর্মী আমার হাতে গড়া। বর্তমান সংসদ সদস্য রাজিউদ্দিন যেহেতু মনোনয়ন ডির্জাব করেন তাই তিনি মনোনয়ন জমা দিয়েছেন। শেষ সময়ে আমিও আমার লোকজনদের দিয়ে নৌকায় মনোনয়নপত্র জমা দিয়েছি। আমি শুনেছি ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং যাকেই দল মনোনীত করবে, তার জন্য কাজ করবো। এ দিকে নরসিংদী-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু বলেন, মনোনয়ন যে কেউ সংগ্রহ করতে পারেন। সবার মনোনয়ন সংগ্রহ করার অধিকার আছে। তবে, আমার ভাই মনোনয়ন সংগ্রহ করেছেন কিনা আমি ব্যক্তিগতভাবে অবগত নই। তিনি আরও বলেন, ১/১১ এর পরেও আমি এলাকার মানুষ থেকে বিচ্ছিন্ন ছিলাম না। আমি খেটে খাওয়া মানুষের রাজনীতি করি, আমার দলে কোনো শিল্পপতি নেই। রায়পুরায় সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন এবং করবেন। তাছাড়া আওয়ামী লীগের কেন্দ্রও আমাদের অবদানের বিষয়ে অবগত আছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com