শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::

ফিলিস্তিনিদের নিরাপত্তা ছাড়া ইসরাইল নিরাপদ হবে না : ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

ফিলিস্তিনিদের দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও স্থিতিশীলতা ছাড়া ইসরাইল নিরাপদ হবে না বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। পশ্চিমতীরের রামাল্লায় বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এমন মন্তব্য করেন।
গতকাল শনিবার (২৫ নভেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক নিউজ ওয়েবসাইট মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিবিসিকে দেয়া সাক্ষাতকারে ক্যামেরন বলেন, ইসরাইলকে বুঝতে হবে, তার এমনভাবে চলতে হবে, যেন ফিলিস্তিনিরা শান্তি, স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি নিরাপত্তা লাভ করে। সেজন্য অবশ্যই তাদের আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে। বিশেষ করে দখলকৃত পশ্চিমতীরে বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতা বন্ধ করতে হবে।
তিনি আরো বলেন, বসতি স্থাপনকারীরা মাঝেমধ্যেই ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যা করছে। এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য পদক্ষেপ। এর জন্য যারা দায়ী তাদের কেবল গ্রেফতার করাই যথেষ্ট নয়। বরং তাদের বিচার করা, প্রয়োজনে কারারুদ্ধও করা উচিৎ। কারণ, এগুলো গুরুতর অপরাধ। সূত্র : মিডল ইস্ট আই




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com