শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
ডিইউজে’র সাংগঠনিক সম্পাদক সাঈদ খানকে গ্রেফতার:বিএফইউজে ও ডিইউজে’র তীব্র নিন্দা ও প্রতিবাদ আহতরা যেই দলেরই হোক চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী ঢালাওভাবে মামলা-গ্রেপ্তার বন্ধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি সুজনের নিরীহ মানুষ হত্যাকারী রাষ্ট্রীয় সম্পদ ও স্থাপনার নিরাপত্তা  দিতে ব্যর্থ সরকারের ক্ষমতায় থাকার কোন  অধিকার নেই: মির্জা ফখরুল ছাত্র-জনতার খুনের দায়ে সরকারকে পদত্যাগ করতে হবে: বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ জনরোষ থেকে বাঁচাতে সরকার জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও বিরোধীদলের ওপর দোষ চাপানোর অপচেষ্টা চালাচ্ছে: মাওলানা এটিএম মা’ছুম কোটা আন্দোলনকারীদের ওপর হামলায় যুক্তরাষ্ট্র নিন্দা:ম্যাথিউ মিলার পবিত্র আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় কাজ করার জন্য প্রধানমন্ত্রীর আহবান ব্লাকবেঙ্গল জাতের ছাগল মেহেরপুরের দরিদ্র জনগোষ্ঠীর আয়ের অন্যতম উৎস দিনাজপুর হাবিপ্রবিতে সাপ নিয়ে গবেষণায় সফল শিক্ষার্থী কামরুন নাহার কনা

পটুয়াখালীতে এলজিইডি‘র ভুয়া প্রকল্পের নামে অর্থ লুট

মোস্তাফিজুর রহমান সুজন পটুয়াখালী
  • আপডেট সময় শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

পটুয়াখালীতে ভুয়া প্রকল্পে অর্থ লুটের অভিযোগ উঠেছে পটুয়াখালী এলজিইডির কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে। একটি সেতুর অ্যাপ্রোচ সড়কের সয়েল টেষ্ট দেখিয়ে ১১ লাখ, ৯৮ হাজার ৯শ টাকা লুট করে অভিযুক্তরা। অথচ অ্যাপ্রোচ সড়কের ঠিকাদার গিয়াস উদ্দিনের দাবি-ওই প্রকল্পে কোন সয়েল টেষ্ট হয়নি। অভিযোগ রয়েছে-একই কার্যালয়ের ল্যাব সহকারী আমিনুল ইসলামের নিজস্ব প্রতিষ্ঠান “জাহানারা সয়েল টেষ্ট এন্ড ডিজাইন ইঞ্জিনিয়ারিং” এর নামে বিল প্রদান করে এলজিইডি। পরবর্তীতে এসব অভিযোগ লোপাটে উদ্দেশ্যে সংশ্লিষ্ট নথি গায়েব করা হয়। পরে তথ্য অধিকার আইনে তথ্য চাওয়া হলেও এলজিইডি‘র সিনিয়র সহকারী প্রকৌশলী মির আলী শাকির অভিযুক্ত তথ্য গোপন করে প্রতিবেদককে মনগড়া তথ্য দেন। অভিযোগ ও অনুসন্ধান বলছে-গেছে-পৃথক দুটি দরপত্রে বিবিএম ও ইফতি এফটিসিএল এন্টার প্রাইজ প্রতিষ্ঠানের মাধ্যমে কলাপাড়া উপজেলার রামনাবাদ নদীতে নির্মিত “সৈয়দ নজরুল ইসলাম সেতুর” অ্যাপ্রোচ সড়ক নির্মান করে পটুয়াখালী এলজিইডি। এতে ব্যয় হয় ২২ কোটি,৯৫ লাখ, উনষাঠ হাজার,৮২০ টাকা। ২০২১ সালের ৩০ মার্চ এ প্রকল্প শেষ করে জুনের মাঝদিকে চুড়ান্ত অর্থ পরিশোধ করে এলজিইডি। ওই বছরের ১৪ জুন অ্যাপ্রোচ সড়কে সয়েল টেষ্টের নামে পৃথক তিনটি কোটেশন করেন এলজিইডি। “জাহানারা সয়েল টেষ্ট এন্ড ডিজাইন ইঞ্জিনিয়ারিং” ১১ লাখ,৯৮ হাজার ৯শ টাকার বিল প্রস্তুত হয় এলজিইডি থেকে। ওই বিলের অনুমোদন করেন তৎকালীন নির্বাহী প্রকৌশলী জিএম শাহাবুদ্দিনসহ সংশ্লিষ্টরা। এসব প্রসঙ্গে তৎকালীন নির্বাহী প্রকৌশলী জিএম শাহাবুদ্দিনকে একাধিকবার কল দেয়া হলেও তিনি তার স্ত্রীকে দিয়ে কল রিসিভ করান। অনুসন্ধানে বলছে-সয়েল টেষ্ট প্রতিষ্ঠানটির মালিক পটুয়াখালী এলজিইডির র্নিবাহী প্রকৌশলী দপ্তরের ল্যাব সহকারী আমিনুল ইসলামের স্ত্রী মোসাঃ জোহরা বেগম। এসব বিষয়ে অনুসন্ধান শুরু করলে উল্লেখিত প্রতিষ্ঠানটির সাইনর্বোড অপসারন করে আমিনুল ইসলাম দাবি করেন-জাহানারা প্রতিষ্ঠানটি বরিশালের জনৈক সিদ্দিকুর রহমানের, তিনি শুধু মধ্যস্বত্বভোগী। বরিশাল জনৈক ছিদ্দিকুর রহমান বলেন-“আমি সয়েল টেষ্টের কাজ করি। কিন্তু যে প্রসঙ্গে কল দিয়েছেন,তাতে ভেজাল আছে। বিস্তারতি জানতে চাইলে তিনি বলতে অনিহা প্রকাশ করেন। পরবর্তীতে অনুসন্ধানে দেখা গেছে-“জাহানারা সয়েল টেষ্ট এন্ড ডিজাইন ইঞ্জিনিয়ারিং” এলজিইডির ল্যাব সহকারী আমিনুল ইসলামের মায়ের নামকৃত প্রতিষ্ঠানটির মালিক তার স্ত্রী মোসাঃ জোহরা বেগম। এছাড়াও প্রতিষ্ঠানটির ট্রেডলাইসেন্সে আমিনুল ইসলামের ব্যবহৃত মোবাইল নাম্বার পাওয়া গেছে। এসব ঘটনায় মৌখিকভাবে এলজিইডির কাছে তথ্য চাওয়া হলে সিনিয়র সহকারী প্রকৌশলী মির আলী শাকির তথ্য দেননি। পরে ২০২২ সালের ২২ মার্চ তথ্য অধিকার আইনের আবেদন করা হলে মির আলী শাকির অভিযুক্ত তথ্য গোপন করে পরবর্তী বছরের ৫ জুন তথ্য দেন। এরপর চলতি বছরের ২১ আগষ্ট পূনরায় তথ্যের আবেদন করা হলে তিনি তথ্য দেননি। সুত্রমতে আমীনুল ইসলামের মুল কর্মস্থল জেলার দশমিনা উপজেলার এলজিইডি কার্যালয়ের কার্যসহকারী পদে। অথচ আমিনুল ইসলাম র্দীঘদিন পটুয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দপ্তরে ল্যাব সহকারী হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তার বিরুদ্ধে ঠিকাদারী পেশায় সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে এবং তার বোনর জামাতা আবুল হোসেনের নামে র্দীঘদিন ঠিকাদারী কাজ করছেন। নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ লতিফ হোসেন বলেন-যেহেতু বিষয়টি আমার দায়িত্বের পূর্বের ঘটনায়, তাই এ সর্ম্পকে আমি অবগত নই,তবে খোঁজ-খবর নিয়ে দেখছি। তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মহির উদ্দিন সেখ বলেন-বিষয়টি নির্বাহী প্রকৌশল দপ্তরের, তাদের সঙ্গে কথা বললে তারা ভালো বলতে পারবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com