শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::

ম্যাক্সওয়েল-বোল্ট কি সত্যিই আসছেন বিপিএলে?

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

বিশ্বকাপে ম্যাক্সওয়েলের সেই অতিমানবীয় ইনিংসটার ঘোর এখনো কাটিয়ে উঠেনি চোখ। এর মাঝেই খবর বেরিয়েছে বিপিএলে আসছেন ম্যাক্সওয়েল! অজি অলরাউন্ডার একা নয়, কিউই পেসার ট্রেন্ট বোল্টও আসছেন ফরচুন বরিশালের হয়ে খেলতে। এমন গুঞ্জন রটেছে ক্রিকেট পাড়াতে। ট্রেন্ট বোল্ট এবং গ্লেন ম্যাক্সওয়েলের বিশ্বব্যাপী টি-টোয়েন্টিতে চাহিদা থাকলেও বিপিএলে আগে কখনো দেখা যায়নি তাদের। ফরচুন বরিশালের সাথে দু’জনে যুক্ত হলে নিশ্চয়ই এই টুর্নামেন্ট পাবে বাড়তি মাত্রা।

কিন্তু প্রশ্ন হলো, আদৌ আসছেন কি ম্যাক্সওয়েল ও বোল্ট? নাকি শুধুই গুঞ্জন! আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তাই কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করে সংবাদমাধ্যম। উত্তরে ‘হ্যাঁ বা না’ কোনোটিই স্পষ্ট নয়, মধ্যমপন্থায় হেঁটেছে বরিশাল ম্যানেজমেন্ট। ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান জানান,‘আমরা কথা বলছি এখনো নিশ্চিত নয়। নিশ্চিত হলে তো বলেই দিতাম। এগুলো লিখে লাভ নেই আসলে। ওদের দল যদি আফ্রিকা টি-টোয়েন্টি লিগের ফাইনালে না উঠে তাহলে ৪ ম্যাচ খেলতে পারবে। আলোচনার কথা হচ্ছে, আপাতত। এখন দেখা যাক এখনো তো সময় আছে।’
আসন্ন বিপিএলে শক্তিশালী দলই করেছে ফরচুন বরিশাল। দেশীয় ক্রিকেটের তিন বড় নাম তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদকে আগেই দলে নিয়েছে তারা। সাথে আছেন তাইজুল ইসলাম এবং সৌম্য সরকার। বিদেশীদের মধ্যে আছেন শোয়েব মালিক, মোহাম্মদ আমির এবং ইব্রাহিম জাদরানের মত তারকারা। দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন কিংবদন্তি ডেভ হোয়াইটমোর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com