বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
সাতক্ষীরার ইছামতি ও কালিন্দী নদীর ভাঙনে বদলে যাচ্ছে মানচিত্র দৌলতখানে দুই লাখ মানুষের স্বাস্থ্যসেবায় হাসপাতালে ডাক্তার মাত্র ২ জন ঝিটকা খাজা রহমত আলী কলেজের উদ্যোগে বর্ষবরণ উদযাপন খুলনা নগরীর বিভিন্ন রাস্তার মোড় ও সড়কের নির্মাণ সৌন্দর্যবর্ধন কাজের গতি আনতে করণীয় বিষয়ক সভা কয়রা সদরে দুর্যোগ মোকাবেলায় স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণ ও বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ কালীগঞ্জে কালের সাক্ষী আড়াইশ বছরের পুরনো ১৩ গম্বুজ মসজিদ দুর্গাপুরে বিজিবি‘র বাধায় পিছু হটল বিএসএফ ধনবাড়ীতে শেষ হলো ১৫৪ বছরের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা মেলান্দহ থানা আয়োজিত ঝাউগড়া ইউনিয়নে বিট পুলিশিং সভা ছয় দফা দাবিতে মুন্সিগঞ্জের মুক্তারপুর সড়কে পলিটেকনিক শিক্ষার্থীদের অবস্থান

রিজভীর নেতৃত্বে গুলশান ও উত্তরায় পিকেটিং

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি ঘোষিত ৮ম দফা কর্মসূচির দ্বিতীয় দিন সকালে হরতালের সমর্থনে গুলশান-১ নম্বরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল, সড়ক অবরোধ ও পিকেটিং করেছেন নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেন (বাবলু), ডা. শরিফুল ইসলাম, সাবেক কাউন্সিলর ও রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নিলু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি তারেকুজ্জামান তারেক, সহ সভাপতি রাফিজুল হাই রাফিজ, মাহবুব মিয়া, ইব্রাহীম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়াল, হাসান হাফিজুর রহমান লিটন, সহ সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সম্পাদিকা ফাতেমা তুজ জোহরা মিতু।
ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শাহাবুদ্দিন ইমন, সহ সাধারণ সম্পাদক শাহ পরান, জাবি সাধারণ সম্পাদক পদপ্রার্থী হুমায়ুন হাবিব হিরন, প্যাব সভাপতি কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মহসিন হোসেন, দপ্তর সম্পাদক হাসান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মহিউদ্দিন মাহি, ডা. জিসান, মহানগর ছাত্রদল নেতা মিরাজ হোসেন, খন্দকার আমানউল্লাহ, আশরাফুল আসাদ, ফজলে রাব্বি, অর্ক, আরিফ, যুবদল দক্ষিণের সাবেক সদস্য জাহিদ সাগর, জাসাস বাড্ডা থানার জিএস আরিফ হোসেন, রামপুরা থানা ছাত্রদলের সভাপতি ফয়সাল ও সাধারণ সম্পাদক রোমান, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ছানাউল্লাহ্, আবু সালেহ হিরোন, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাওয়া আক্তার তোহা। বরিশাল আগৈলঝড়ার সদস্য সচিব শাহেদ, যুগ্ম আহ্বায়ক এসেন্ট রায়, মৃদল যুগ্ম আহ্বায়ক মেঘনা উপজেলা ছাত্রদল, আমজাদ হোসাইন (সদস্য সচিব, ১৫ নং ওয়ার্ড, ধানমন্ডি থানা যুবদল), মাসুদ রানা বাওয়ানী (যুগ্ম আহ্বায়ক, ডেমরা থানা ছাত্রদল), মো. ফয়সাল হোসেন (সি. সহ-সভাপতি, ঢাকা কলেজ দক্ষিণায়ন হল ছাত্রদল), মো. হুমায়ুন কবির সাদ্দাম (সদস্য সচিব, রামগঞ্জ পৌর ছাত্রদল), জসীম শেখ (যুগ্ম সাধারণ সম্পাদক, ৬২ নম্বর ওয়ার্ড যুবদল), ইমন (সদস্য সচিব, আলাওল হল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল), বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সম্পাদক জুম্মান প্রধান, শরিফুল শাওন, বরগুনা জেলা ছাত্রদল সম্পাদক হৃদয়, টাঙ্গাইল জেলা ছাত্রদল নেতা আতিকুর রহমান, ছাত্রদল কর্মী মো. রাসেল, মাইশা তাবাসসুম শারমিন, এম.এস.টি. আরজু, মো. নাসির মিজি, মো. রাকিব হোসেন, মো. শামীম, মো. ইকবাল জিসান, ফরহাদ, মহসিন, জুনায়েদ, রাজ্জাক, মাসুম বিল্লাহসহ বিভিন্ন ইউনিটের নেতারা।
সকাল আটটায় রুহুল কবির রিজভীর নেতৃত্বে উত্তরায় জনপদ রোডে পিকেটিং করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা জামান, বিএনপি নেতা হারুনুর রশিদ, হাজী জহিরুল ইসলাম, নাদিয়া পাপন, রিপন হাসান, বিপ্লব, চান মিয়াসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com