গাজীপুরের মোক্তারপুর ইউনিয়নের চরবাঘুন গনপাঠাগার সমাজ কল্যান সংঘের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে চরবাঘুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় ৩টি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় পরীক্ষা পরিচালনা করেন চরবাঘুন গনপাঠাগার সমাজ কল্যান সংঘের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। প্রধান শিক্ষক মোসাম্মৎ মাসুমা আক্তার, সহকারী শিক্ষক রহিমা বেগম, সুরভী বিশ্বাস, মোতাহার হোসেন, মো.মুসা প্রমুখ। ৩টি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবকগন উপস্থিত ছিলেন। এতে কালীগঞ্জ-কাপাসিয়ার ৩টি বিদ্যালয়ের মোট ১২৪ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় অংশ গ্রহণ কারী শিক্ষার্থীরা জানান, পরীক্ষায় অংশ গ্রহণ করে ভাল লাগছে। সবাই এক সাথে পরীক্ষা দিলাম। অভিভাবকগণ গন জানান, এই উদ্যোগটি খুবই ভাল। এতে করে শিক্ষার্থীদের মধ্যে লেখাপড়ার প্রতি আগহ বাড়ার পাশাপাশি প্রতিযোগিতা সৃষ্টির মধ্যদিয়ে শিক্ষার মান বৃদ্ধি পাবে। চরবাঘুন সমাজকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা জানান, আমাদের উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ সু সম্পর্ক ও একাত্মবোধ সৃষ্টি করা। এছাড়া সমাজের নানান বিষয় সবার সাথে ঐক্যবদ্ধ ভাবে উন্নয়ন মুলক কাজ করা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে এই সংস্থা নিজেদের অবস্থান থেকে সহযোগিতা করা।