দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের মনোনয়নপত্র জমা দেওয়া ১২ প্রার্থীর মধ্যে ৩ স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ গোলাম নওশের আলী ও মোহাম্মদ রিয়াজ উদ্দিন চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এসময় বর্তমান সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীসহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। রোববার (৩ ডিসেম্বর) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘স্বতন্ত্রপ্রার্থীর ক্ষেত্রে মোট ভোটারের এক শতাংশ ভোটারের সই নির্বাচন কমিশনে জমা দিতে হয়। কিন্তু এসব প্রার্থীদের জমা দেওয়া ভোটারের স্বাক্ষর ‘ত্রুটিপূর্ণ’ হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়। এসব প্রার্থীদের নির্দিষ্ট তারিখের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে। এছাড়াও অন্য ৯ প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়।’ চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয় তারা হলেন, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী (বাংলাদেশ তরিকত ফেডারেশন), খাদিজাতুল আনোয়ার সনি (আওয়ামী লীগ), শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ (সুপ্রিম পার্টি – বিএসপি), হোসাইন মো. আবু তৈয়ব (স্বতন্ত্র), মীর মুহাম্মদ ফেরদৌস আলম (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মজহারুল হক শাহ চৌধুরী (বিকল্প ধারা বাংলাদেশ), শফিউল আজম চৌধুরী (জাতীয় পার্টি), মুহাম্মদ হামিদ উল্লাহ (ইসলামিক ফ্রন্ট) ও এমএ মতিন (ইসলামিক ফ্রন্ট)।