শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::

ফেনী-৩ আসনে মাসুদ চৌধুরী, আবুল বাশার ও রহিম উল্যাহ সহ ৭জনের মনোনয়ন বৈধ, বাতিল ৭জন

মোঃ ছালাহ্ উদ্দিন (সোনাগাজী) ফেনী
  • আপডেট সময় সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে সর্বমোট মনোনয়নপত্র দাখিল করেছেন ১৪ জন। যাচাই-বাছাই শেষে ৭জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়ন বাতিল হয়েছে ৭ জনের। সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বৈধ-বাতিল প্রার্থীদের তথ্য নিশ্চিত করেন। ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে থেকে ১৪ জন প্রার্থী মনোনয়নের মধ্যে বৈধ ৭জন। বৈধ প্রার্থীরা হলেন হলেন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবুল বাশার, স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ, বাংলাদেশ সুপ্রিম পার্টির তবারক হোসেন, জাকের পার্টির আবুল হোসেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ দলের আবু নাছের ও বাংলাদেশ ইসলামি ফ্রন্ট দলের নিজাম উদ্দিন। ঋণ খেলাপি, আয়কর জমা না দেয়া ও এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় ৭জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। মনোনয়ন বাতিলকৃত হলেন স্বতন্ত্র প্রার্থী জেড এম কামরুল আনাম, পারভিন আক্তার, ইশতিয়াক আহমেদ সৈকত, একে আজাদ, রিন্টু আনোয়ার, তৃনমুল বিএনপি প্রার্থী আজিম উদ্দিন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট জোবায়ের ইবনে সুফিয়ান। রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার জানান, ফেনী-৩ আসনে ১৪ প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি ৭ প্রার্থীর বিভিন্ন ত্রুটি থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com