পুরুষদের ক্রিকেটে বাংলাদেশ একাধিকবার ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ হওয়ার স্বাদ পেলেও নারী ক্রিকেটে এখনো এর দেখা মেলেনি। তবে এবার মিটে যেতে পারে এই আক্ষেপ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অক্টোবরের মাস সেরা হওয়ার দৌড়ে সেরা তিনজনের দু’জনই বাংলাদেশের। আইসিসির সদ্য প্রকাশিত খবর অনুযায়ী, নভেম্বর মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন নাহিদা আক্তার ও ফারজানা হক পিংকি। যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাদিয়া ইকবাল।
গত মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১৪.১৪ গড়ে ৭ উইকেট নিয়েছিলেন নাহিদা। সিরিজ জয়ে বড় অবদান রাখায় জিতেছেন সিরিজ সেরার পুরস্কারও। এবার আছেন মাস সেরা হওয়ার লড়াইয়েও। অবশ্য এবারই প্রথম নয়, আগের মাস ‘অক্টোবরেও’ মনোনয়ন পেয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত স্বীকৃতি পাওয়া হয়নি তার। ফারজানা হক পিংকি অবশ্য এবারই প্রথম। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বড় অবদান রেখেছিলেন ফারজানা। সিরিজে ৩৬.৬৬ গড়ে ১১০ রান করেছিলেন ফারজানা। উপহার দিয়েছিলেন সর্বোচ্চ ৬২ রানের ইনিংস। একই সিরিজে ভালো খেলার সুবাদে নাহিদা-ফারজানার সাথে লড়বেন পাকিস্তানের সাদিয়া ইকবাল। সিরিজে পাকিস্তানের হয়ে তিন ম্যাচে নেন ৬ উইকেট নেন সাদিয়া। যা তাকে ফারজানা-নাহিদার প্রতিদ্বন্দ্বী করে তুলেছে।
এদিকে নভেম্বর মাসের সেরা হওয়ার দৌড়ে পুরুষদের ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল ও ভারতের মোহাম্মদ শামি। বিশ্বকাপে অভূতপূর্ব পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ এই তালিকায় উঠে এসেছেন তারা।