শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::

২০৩০ সালের মধ্যে রাশিয়ার জ্বালানি বিক্রি অর্ধেকে নামিয়ে আনতে চায় যুক্তরাষ্ট্র

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

তেল-গ্যাস বিক্রি থেকে রাশিয়ার আয় অর্ধেক করতে চায় যুক্তরাষ্ট্র। ২০৩০ সালের মধ্যেই এমন পরিকল্পনা বাস্তবায়ন করতে এরইমধ্যে উঠেপড়ে লেগেছে দেশটি। ফিন্যান্সিয়াল টাইমসকে এমনটাই জানিয়েছেন জ্বালানি বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী জিওফ্রে পাইট।
২০২২ সালের ৫ই ডিসেম্বর থেকে রাশিয়ার জ্বালানির উপর পশ্চিমা নিষেধাজ্ঞা কার্যকর হয়। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা পূর্বাভাস দিয়েছে যে, রাশিয়ার জ্বালানি শিল্পের উপর পশ্চিমা নিষেধাজ্ঞাগুলি বজায় থাকলে ২০৩০ সালের মধ্যে দেশটির এ খাত হতে হওয়া আয় কমপক্ষে ৪০ থেকে ৫০ শতাংশ হ্রাস পাবে।
পাইট বলেন, আমাদের আগামী কয়েক বছর এই প্রচেষ্টা ধরে রাখতে হবে, যতক্ষণ না ইউক্রেনে যুদ্ধ বন্ধ হয়। আমরা এই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য হচ্ছে, রাশিয়ার আচরণ পরিবর্তন করা। রাশিয়া যাতে তার খনিজ সম্পদকে ব্যবহার করে ভূ-রাজনৈতিকভাবে শক্তি প্রদর্শন করতে না পারে তাই নিশ্চিত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
২০২২ সালের ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়ন সমুদ্রপথে সরবরাহ করা রাশিয়ান তেল আমদানি বন্ধ করে দেয়। একইসঙ্গে জি সেভেনভুক্ত দেশগুলো এবং অস্ট্রেলিয়া ও ইইউ রাশিয়ার তেলের জন্য মূল্যসীমা আরোপ করে। যদিও ২১ মাস ধরে পশ্চিমাদের সর্বাত্মক নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়ার অর্থনীতি ভালো করছে। প্রাথমিকভাবে কিছুটা ধাক্কা খেলেও তা সামলে উঠছে দেশটি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com