শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::

রাজধানীতে জমজমাট শীতের পোশাকের বাজার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

শীত বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীতে বিক্রিও বেড়েছে শীতের পোশাকের। ফলে গত কয়েকদিনে মার্কেটগুলো ক্রেতায় জমজমাট। বিক্রেতাদের আশা এভাবে বিক্রি চলতে থাকলে লাভের মুখ দেখবেন তারা। গত বুধবার (১৩ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, শীতের পোশাক কিনতে ক্রেতাদের ভিড়। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ ভিড় করছেন মার্কেটে। আর বিভিন্ন দোকানে বৈচিত্র্যময় পোশাক সংগ্রহ করে রেখেছেন বিক্রেতারা। রাজধানীর নিউমার্কেটে দেখা যায়, ছেলেদের পোশাকের ক্ষেত্রে জ্যাকেট, ডেনিমের সোয়েটার, লম্বা হাতার মোটা গেঞ্জির চাহিদা বেশি। এসব পোশাক ৫০০ টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
এছাড়া নারীদের ক্ষেত্রে সোয়েটার, উলের গেঞ্জি, জ্যাকেট ও হুডি বেশি বিক্রি হচ্ছে। এসব পোশাকও ৫০০ থেকে শুরু করে দেড়-দুই হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। নিউমার্কেটের কাপড় ব্যবসায়ী শিবলী হোসেন বলেন, গত এক সপ্তাহ ধরে মার্কেটে ক্রেতা একটু বেশি। বিক্রি ভালোই। এভাবে চলতে থাকলে আমাদের ব্যবসা ভালো হবে। নিউমার্কেটের নূরজাহান প্লাজার কাপড়ের দোকানি জসীম বলেন, বিক্রি ভালো হচ্ছে। দিনে ১৫-২০ হাজার টাকার বিক্রি করছি। আমাদের দোকানে সব ছেলেদের পোশাক বিক্রি হচ্ছে। মার্কেটে বেশি তরুণ কাস্টমার। এছাড়া নিউমার্কেটের গ্লোব সুপার মার্কেট, চন্দ্রিমা মার্কেট, গাউছিয়া মার্কেটেও দেখা গেছে ভিড়। মার্কেটের সঙ্গে সঙ্গে ফুটপাতও জমজমাট। মার্কেটের তুলনায় ফুটপাতের দোকানে কম দামে কাপড় মিলছে। ফুটপাতে গেঞ্জি ১৫০ টাকা থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। আবার নারীদের কাপড় নিয়ে ফুটপাতে দেখা গেছে আলাদা দোকান। নিউমার্কেটের ফুটপাতের কাপড় বিক্রেতা মাফুজ আলম বলেন, বেশ কয়েক দিন ধরে বিক্রি বেড়েছে। বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত ভিড় থাকে বেশি। আমরা কম লাভে কাপড় বিক্রি করি। এজন্য বিক্রিও বেশী।
তবে অন্যান্য বারের তুলনায় এবার শীতের পোশাকের দাম বেশি। ধানমন্ডি থেকে সপরিবারে শীতের কাপড় কিনতে আসা আসলাম হোসেন বলেন, পরিবারের সবাইকে নিয়ে কাপড় কিনতে এসেছি। কিন্তু গতবারের থেকে এবার কাপড়ের দাম বেশি। এছাড়া পুরান ঢাকার ওয়ায়েজঘাটের ফুটপাত, লক্ষ্মীবাজার কাপড়ের মার্কেট ও সদরঘাটের আশপাশের ফুটপাতের ক্রেতাদের ভিড় দেখা গেছে।-জাগোনিউজ২৪.কম




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com