রবিবার, ১৯ মে ২০২৪, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
জামালপুর জেলার তিন হাজার প্রান্তিক পরিবারকে উন্নত আর্থ-সামাজিক অবস্থাকে উপভোগ্য করে তোলার লক্ষ্যে ইসলামপুরে সিডস কর্মসূচির অবহিতকরণ সভা কে হচ্ছেন নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান কেশবপুরে সংবাদ সম্মেলন চিলাহাটি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক মেয়াদের কমিটি গঠন বদলগাছীতে কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার বিতরণ উলিপুরে ইউড্রেনের দুই পাশের সংযোগ সড়ক হওয়ায় এলাকাবাসী আনন্দিত কালীগঞ্জে সরকারি স্থান থেকে ফুলের হাট স্থানান্তর: বিপাকে প্রতিবন্ধী ইজারাদার পিআইবি,র প্রশিক্ষণ গ্রহণ করলো নগরকান্দা ও সালথার সাংবাদিক বৃন্দ গজারিয়া স্বপ্নপূরণে ছেলেকে হেলিকপ্টারে বিয়ে করালেন স্কুলশিক্ষক বাবা বরিশালে প্রচন্ড তাপদাহে বাড়ছে তালপাখার চাহিদা

সরিষার ফুলে কৃষকের স্বপ্ন

জহিরুল ইসলাম মিলন (ধনবাড়ী) টাঙ্গাইল :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

টাঙ্গাইলের ধনবাড়ী টি হলো কৃষিপ্রধান ও কৃষিনির্ভর একটি উপজেলা। এখানে কৃষকরা একটি জমিতে বছরে পর পর তিনটি ফসল উৎপাদন করেন। ধান, ভুট্টা, আলু, গমসহ সব ধরনের ফসল চাষে এই উপজেলা খ্যাত। তবে অন্যান্য ফসলের তুলনায় ধান চাষের পর সরিষার চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। এ বছর রেকর্ড পরিমাণ জমিতে চাষ করা হয়েছে সরিষার। উপজেলার যেদিকে চোখ যায় সেদিকেই শুধু সরিষা ফুলের হলুদের সমারোহ। সরিষার হলুদ ফুলের গন্ধে মৌ মৌ করে মধু সংগ্রহ করতে উড়তে দেখা যাচ্ছে মৌমাছিদের। সরেজমিনে ধনবাড়ী উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে দেখা গেছে, এবার ভুট্টা ও আলু চাষের পাশাপাশি সরিষা চাষও হয়েছে ব্যাপকহারে, যা আগে কোনোদিন দেখা যায়নি। ফলে এ বছর সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। ধনবাড়ী উপজেলার কয়েকজন সরিষা চাষির সঙ্গে কথা বলে জানা যায়, আবহাওয়া ভালো থাকলে ১ বিঘা জমিতে প্রায় ৫ থেকে ৭ মণ করে সরিষার ফলন হয় এবং সরিষা চাষে ২ থেকে ৩ হাজার টাকা খরচ হয়। ফলে খরচের তুলনায় লাভ বেশি থাকায় সরিষা চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা। মুশুদ্দি ঝুপনা কাপাড়া গ্রামের সরিষা চাষি মো: জলিল ও সিরাজুল ইসলাম,সফিকুল জানান, এ বছর এ এলাকায় একেকজন চাষি সরিষা চাষ করেছেন ৫ থেকে ৬ বিঘা জমিতে। তুলনামূলক খরচও হয়েছে অনেক কম। তা ছাড়া সরিষা চাষে সেচ ও সার কম লাগে। অন্যদিকে ধান তোলার পর আগাম সরিষা চাষ করে আবার ধান চাষ করা যায়। ধনবাড়ী উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান বলেন, এ বছর রেকর্ড পরিমাণ জমিতে সরিষা চাষ হয়েছে। এত পরিমাণে সরিষার চাষ এর আগে কখনো হয়নি। গত বছর ৭৩০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছিল। আর এ বছর ১২২৫ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে, যা আগের তুলনায় বেশি। আমরা এ বছর প্রণোদনার আওতায় ৩০০০ জন। প্রদর্শনী ও অন্যান্য বীজ সহায়তার আওতায় ১০০০ মোট ৪০০০ কৃষককে সরিষার বীজ বিনামূল্যে প্রদান করেছি। আশা করছি, সরিষা চাষ করে এ-ই বার কৃষক লাভবান হবেন এবং আগামীতে সরিষা চাষে আরও উৎসাহিত হবেন। তিনি আরো বলেন, ধনবাড়ী উপজেলার কৃষি উপসহকারী দের নিয়ে ধনবাড়ী উপজেলায় ভোজ্য তেল উৎপাদন বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com