ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, জাতীয় পার্টির প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরীর সমর্থনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করেছেন আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে শেখ হাসিনার প্রার্থীকে বিজয়ী করা। ফেনী-৩ এর নির্বাচনী এলাকা সোনাগাজী ও দাগনভুঞা উপজেলা আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠন মাসুদ চৌধুরীর পক্ষে একাট্টা। বৃহষ্পতিবার বিকালে জারা কমিউনিটি সেন্টারে সোনাগাজী উপজেলা আওয়ামীলীগ আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে আ’লীগের সকল স্তরের নেতাকর্মীর স্বস্তি। এর জন্য যেকোন বিষয়ে আমরা ছাড় দিতে প্রস্তুত। সভায় ফেনী-৩ আসনের প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, সোনাগাজী- দাগনভুঞায় অবকাঠামো উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল, বিদ্যুৎ কেন্দ্র, নৌবন্দর, বীজ ভান্ডারসহ কয়েকটি মেঘা প্রকল্প নির্মাণাধীন। এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য লাঙ্গল প্রতীকে আপনাদের সমর্থন চাই। মতবিনিময় সভায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি প্রফেসর মফিজুর হকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিলন চেয়ারম্যানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম খোকন, জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজ কবির, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এড. নাছির উদ্দিন বাহার, সাখাওয়াতুল হক বিটু, রবিউজ্জামান বাবু, উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরণ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভুট্টো প্রমূখ। এসময় উপজেলার সকল জনপ্রতিনিধি, আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।