বাংলাদেশের গনতন্ত্র রক্ষার জন্য নির্বাচনে এসেছি। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ সুপ্রীম পার্টির চেয়ারম্যান শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী। দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে একতারা প্রতীক নিয়ে নৌকা প্রতীকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে ফটিকছড়ির রহমান মঞ্জিলে নির্বাচনী প্রচার শুরুর আগমুর্হুতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্টিত করার আশ্বাস দিলেও নির্বাচন কেমন হবে। সেটি আমাদের ভাবাচ্ছে। আশা করি সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তাদের দায়িত্ব যেন নিরপেক্ষ ভুমিকা পালন করে।’ বিএসপির চেয়ারম্যান আরও বলেন, আমরা চাই না অগণতান্ত্রিক উপায়ে কেউ ক্ষমতায় আসুক। ফলে ঐক্যের সাথে দেশ গড়ি স্লোগান নিয়ে দেশকে স্থিতিশীল রাখার স্বার্থে একতারা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করেছি। জানি সব নির্বাচনই চ্যালেঞ্জের। চ্যালেঞ্জ নিতে নির্বাচনে এসেছি।