বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
নকলায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনীতে কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান দৈনন্দিন জীবনে চলাফেরায় নিজের মর্যাদা অটুট রাখুন কালীগঞ্জে থামছে না কৃষি জমির মাটি কাটা কম খরচে লাভ বেশি হওয়ায় বাদাম চাষে আশার আলো দেখছেন কৃষকরা কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সারেংকাঠী ও গুয়ারেখা ইউনিয়নে ঢল নেমেছে স্বচ্ছ মনের প্রার্থী আলহাজ্ব আঃ হকের পক্ষে শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র খোকনের দায়িত্ব গ্রহণ অধ্যক্ষ মুফতি মাওলানা বশির আহমদ উপজেলার পর এবার সিলেট বিভাগেরও শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান কালীগঞ্জের আল-জাছির হলেন দেশ সেরা কালিয়ায় মক্কীনগর কবরস্থানের উদ্বোধন ও দোয়া মাহফিল

শীতার্তদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ

সাগর মিয়া (জাজিরা) শরীয়তপুর
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

দেশের দক্ষিনের জেলা শরীয়তপুর। পৌষ মাসের শুরু থেকে এই জেলায় কনকনে শীত ও ঠান্ডা বাতাস বইছে। এতে বেশি কাবু হয়েছে শিশু ও বয়স্করা। শীতকে উপেক্ষা করে শরীয়তপুরের জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা শীতবস্ত্র (কম্বল) নিয়ে রাতের আঁধারে ঘুরে ঘুরে সরকারি আশ্রায়ন প্রকল্পে বসবাসরত ৮২টি অসহায় শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন। বুধবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে উপজেলার সেনেরচর ইউনিয়নের মোল্লা কান্দি আশ্রায়ন প্রকল্পে বসবাসরত অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র কম্বল নিয়ে হাজির হন ইউএনও সাদিয়া ইসলাম লুনা। পরে তিনি অসহায় শীতার্ত ৮২টি পরিবারের সদস্যদের হাতে কম্বল তুলে দেন। রাতে কম্বল বিতরণকালে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ নজরুল ইসলাম, সেনেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল জমাদ্দার, ইউপি সদস্য রেজাউল মাদবর উপস্থিত ছিলেন। শীতবস্ত্র (কম্বল) পেয়ে অজুফা বেগম বলেন, সন্ধায় সরকারি ঘরের সামনে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ গাড়ির শব্দ। রাস্তায় এসে দেখি ইউএনও স্যার কম্বল নিয়ে আমাদের গুচ্ছ গ্রামে এসেছেন। কনকনে শীত ও ঠান্ডা বাতাস বইছে এমন সময়ে গরমের কাপড় কম্বল পেয়ে আমি খুবই খুশি। মোঃ হাবিব মাদবর বলেন, কয়েক দিন ধরে তীব্র শীত পড়ছে। এতে আমাদের মতো অসহায় মানুষের শীত নিবারণের জন্য তেমন কিছু নেই। কম্বল পাওয়ায় অনেক উপকার হইছে। জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা বলেন, ছিন্নমূল অসহায় মানুষগুলো নিজের পেটের ক্ষুধাই ঠিকমত মেটাতে পারে না। সেখানে শীতের কাপড় কিভাবে কিনবে? তাই আমাদের প্রত্যেকের উচিত এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ছাড়া জাজিরার মানুষকে যেকোনো সেবা দিতে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com