বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন

পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

গাজী মো. মাসুদ রানা (পিরোজপুর) মঠবাড়িয়া
  • আপডেট সময় বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

মঠবাড়িয়ায় দুই সাংবাদিককে মুঠো ফোনে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে ২৭ ডিসেম্বর বুধবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার সম্মূখ সড়কে সাংবাদিক সমাজের আয়োজনে এ কর্মসূচিতে সাংবাদিকদের পাশাপাশি সুধী সমাজের লোকজন অংশ গ্রহণ করেন। এসময় মঠবাড়িয়া প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী‘র সভাপতিত্বে ও রিপোর্টার্স ক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদারের সঞ্চালনায় দুস্কৃতিকারীদের সনাক্ত পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে বক্তব্য রাখেন, সাবেক পৌর প্রশাসক মোঃ আরিফ উল হক, প্রভাষক জুলহাস শাহীন, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, উপজেলা প্রেসক্লাব সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হারুণ অর রশিদ, রিপোর্টার্স ক্লাব সহ সভাপতি মুন্সী নাসির উদ্দিন, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ, রিপোটার্স ইউনিটি সভাপতি মোস্তফা কামাল বুলেট, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আল নোমান, সাংবাদিক ইউনিয়ন সভাপতি জামাল এইচ আকন, সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল প্রমূখ। উল্লেখ্য- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বর্তমান সাংসদ ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজীর ঈগল প্রতীকের প্রচারণার সংবাদ করায় গত ২৩ ডিসেম্বর শনিবার দিবাগত গভীর রাতে মুঠোফোনে (+৮৮০৩০০৯৪৫৫০) সাংবাদিক জুলফিকার আমীন সোহেল ও এজাজ চৌধুরী হত্যার হুমকি দিয়েছে দূর্বৃত্তরা। ওই রাতে আরও ৫ জন সাংবাদিককে মুঠোফেনে হত্যার হুমকি দেয়া হয়। এ ঘটনায় ২৪ ডিসেম্বর রোববার দুপুরে মঠবাড়িয়া থানায় পৃথক দুটি জিডি করেছেন। সোহেল দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার মঠবাড়িয়া প্রতিনিধি ও উপজেলার উত্তর বড় মাছুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত. মোঃ রুহুল আমীন আকনের ছেলে। এজাজ দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার মঠবাড়িয়া প্রতিনিধি ও পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মাহাবুব উদ্দিন চৌধুরীর ছেলে। মঠবাড়িয়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমরা গুরুত্ত সহকারে তদন্ত করে দোষীদের সনাক্ত পূর্বক আইনের আওতায় আনার চেষ্টা করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com