শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০১ অপরাহ্ন

ভোটারদের উপস্থিতি বাড়ানোর দায়িত্ব নির্বাচন কমিশনের নয় : রাশেদা সুলতানা

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। গতকাল বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামের জেলা প্রশাসক কার্যালয়েছবি: প্রথম আলো
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে নির্বাচন কমিশন বিভিন্ন পত্রপত্রিকা ও টিভিতে বিজ্ঞাপনসহ ডকুমেন্টারি ও স্থানীয়ভাবে নাটক দেখাচ্ছে। এ ছাড়া প্রার্থীদের ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য বলা হয়েছে। ভোটারদের উপস্থিতি বাড়ানোর দায়িত্ব মূলত নির্বাচন কমিশনের নয়, এ দায়িত্ব প্রার্থীদের। তাই প্রার্থীদের প্রচার-প্রচারণা ও তৎপরতা বাড়ানোর নির্দেশনা দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামের জেলা প্রশাসক কার্যালয়ে জেলার প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদা সুলতানা এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ভোটারদের ভয়ের কোনো কারণ নেই। তাঁদের নিরাপত্তার জন্য দেশে আইনের বিধান রয়েছে। যদি কেউ ভোটারদের কোনো রকম বাধা বা হুমকি দেন, তাহলে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। ঘরে-বাইরে যেখানেই ভোটারদের ভয় দেখানো হবে, তাঁকে শাস্তির আওতায় আনা হবে। নির্বাচন জটিল ও কঠিন কাজ উল্লেখ করে রাশেদা সুলতানা বলেন, কারও একার পক্ষে এ কাজ সফল করা সম্ভব নয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ঘটনা যা ঘটবে, তা–ই প্রচার করবেন। সেটা মন্দ হোক, ভালো হোক। আসল ঘটনা তুলে ধরার চেষ্টা করবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com