শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::

কালীগঞ্জে নৌকা মার্কার প্রচারণায় গণসংযোগ করেন মেহের আফরোজ চুমকি

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর
  • আপডেট সময় শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৮ গাজীপুর-৫, কালীগঞ্জ আসনে কেন্দ্রীয় মহিলা আ’লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে নির্বাচনী এলাকায় আ’লীগের মনোনীত প্রার্থী হিসাবে নৌকা মার্কার প্রচারণায় গণসংযোগ করেন। নির্বাচনী এলাকার জাংগালিয়া (মুনতলী), আওড়াখালী বাজার, নরুন শাতকপাড়া এহসান হাজীর বাড়ী, নরুন উচ্চ বিদ্যালয় মাঠ ও বরাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগে নৌকার প্রার্থী মেহের আফরোজ চুমকি বলেন- আমি যেদিকেই যাই হাজার হাজার নেতা-কর্মী হাজির হয়ে যায়। আমরা প্রতিহিংসার রাজনীতি করিনা। প্রধানমন্ত্রী দেশের মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়নের জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে দরকার। তিনি মানুষের দুঃখ-কষ্ট বোঝেন। তাই এ দেশের জনগণ বিপুর ভোটে নৌকাকে বিজয়ী করবেন। এ সময় গণসংযোগে অংশ নেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এইচ.এম. আবু বকর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন প্রধান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মবিন খান উজ¦ল, দপ্তর সম্পাদক হযরত আলী মাস্টার, ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গাজী সারওয়ার হোসেন, সাধারণ সম্পাদক শ্যামল পাল, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারন সম্পাদক নাজিমউদ্দিন মোল্লা খোকা, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান, আওড়াখালী বাজার বণিক সমিতির সভাপতি মাহবুব আলম শাহিন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম রানা, ইউনিয়ন যুবলীগের সভাপতি খোরশেদ ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন আকন্দ বাহার প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com